Hello friends, আজ আমি তমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তমাদের সাথে আলচনা করতে চলেছি, যেটার নাম 50+ Very Important Environment Science In Bengali MCQ Questions(পরিবেশ বিদ্যা প্রস্ন উত্তর MCQ) By Ajker Gk। আমরা জানি যে এই Environment Science In Bengali MCQ Questions অধ্যায় থেকে ২ থেকে ৩ টি প্রস্ন পরীক্ষায় এসে থাকে। তাই তম্রা আর দেরি না করে Environment Science In Bengali MCQ Questions খাতায় লিখে নেবে, ধন্যবাদ ।
50+ Very Important Environment Science In Bengali MCQ Questions(পরিবেশ বিদ্যা প্রস্ন উত্তর MCQ) By Ajker Gk
১। আনুমানিক কত বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল?
(ক) ২৫০ কোটি বছর পূর্বে
(খ) ৩৫০ কোটি বছর পূর্বে
(গ) ৪৫০ কোটি বছর পূর্বে
(ঘ) ৫০০ কোটি বছর পূর্বে
উত্তরঃ- (খ) ৩৫০ কোটি বছর পূর্বে
২। পৃথিবীতে প্রাণের সন্ধান পাওয়া যায়
(ক) বায়ু মণ্ডলে
(খ) জীব মণ্ডলে
(গ) জল মণ্ডলে
(ঘ) অশ্ব মণ্ডলে
উত্তরঃ- (খ) জীব মণ্ডলে
৩। মনুষ্য নির্মিত পরিবেশের নাম
(ক) টেকনোস্ফিয়ার
(খ) বায়োস্ফিয়ার
(গ)ন্যানোস্ফিয়ার
(ঘ) উস্ফিয়ার
উত্তরঃ- (ক) টেকনোস্ফিয়ার
৪। পৃথিবীর মোট আয়তনের কত ভাগ জল ?
(ক) ৬৫ শতাংশ
(খ) ৭০ শতাংশ
(গ) ৭২.৪ শতাংশ
(ঘ) ৯০ শতাংশ
উত্তরঃ- (গ) ৭২.৪ শতাংশ
৫। পৃথিবীর মোট জলের কত ভাগ সমুদ্রে অবস্থিত?
(ক) ৭০ ভাগ
(খ) ৮০ ভাগ
(গ) ৯০ ভাগ
(ঘ) ৯৭ ভাগ
উত্তরঃ- (ঘ) ৯৭ ভাগ
৬। পৃথিবীর মোট জলের কত ভাগ মানুষের ব্যবহারের উপযোগী?
(ক) ১ ভাগ
(খ) ৫ ভাগ
(গ) ১০ ভাগ
(ঘ) ২০ ভাগ
উত্তরঃ- (ক) ১ ভাগ
৭। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ—
(ক) ৩ শতাংশ
(খ) ০.৩ শতাংশ -
(গ) ০.০৩ শতাংশ
(ঘ) ০.০০৩ শতাংশ
উত্তরঃ- (গ) ০.০৩ শতাংশ
৮। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা ভাগ—
(ক) ০.০৩ ভাগ
(খ) ২০.৬০ ভাগ
(গ) ৭৭.১৭ ভাগ
(ঘ) ৮৫ ভাগ
উত্তরঃ- (খ) ২০.৬০ ভাগ
৯। জীবদেহে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রধান গ্যাস হল
(ক) অক্সিজেন
(খ) কার্বন ডাইঅক্সাইড এ
(গ) নাইট্রোজেন
(ঘ) আর্গন
উত্তরঃ- (ক) অক্সিজেন
১০। জীবদেহের মোট কত শতাংশ জল দ্বারা গঠিত?
(ক) ৫০ শতাংশ
(খ) ৬০ শতাংশ
(গ) ৭০ শতাংশ
(ঘ) ৯০ শতাংশ
উত্তরঃ- (ঘ) ৯০ শতাংশ
১১। মনুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের উদাহরণ হল—
(ক) আগ্নেয়গিরি
(খ) পারমাণবিক বিস্ফোরণ
(গ) ভূমিকম্প
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ- (খ) পারমাণবিক বিস্ফোরণ
১২। মনুষ্যকৃত জৈব বিপর্যয় হল—
(ক) সাইক্লোন
(খ) ভূমিস্খলন
(গ) ইউট্রিফিকেশন
(ঘ) খরা
উত্তরঃ- (গ) ইউট্রিফিকেশন
১৩। পৰ্বতীয় অঞ্চলে প্রধান পরিবেশ বিপর্যয় হল—
(ক) বন্যা
(খ) ভূমিস্খলন
(গ) খরা
(ঘ) সাইক্লোন
উত্তরঃ- (খ) ভূমিস্খলন
50+ Very Important Environment Science In Bengali MCQ Questions(পরিবেশ বিদ্যা প্রস্ন উত্তর MCQ) By Ajker Gk
১৪। ভূমিক্ষয়, বন্যা, খরা প্রভৃতি প্রতিরোধের প্রধান উপায় হল—
(ক) জলসেচ
(খ) অরণ্যনিধন
(গ) বৃক্ষোৎপাটন
(ঘ) বনসৃজন
উত্তরঃ- (ঘ) বনসৃজন
১৫। অরণ্য নিধনের ফলে যে যে প্রাকৃতিক সমস্যার সৃষ্টি হয় তাদের মধ্যে প্রধান হল
(ক) বন্যা
(খ) খরা
(গ) ভূমিকম্প
(ঘ) আগ্নেয়গিরি
উত্তরঃ- (ক) বন্যা
১৬। মনুষ্যসৃষ্ট পরিবর্তনের ফলে পরিবেশে সংঘটিত হয়েছে
(ক) আলোক বৃদ্ধি
(খ) শৈত্য বৃদ্ধি
(গ) উয়তা বৃদ্ধি
(ঘ) মৃত্তিকা বৃদ্ধি
উত্তরঃ- (গ) উয়তা বৃদ্ধি
১৭। মনুষ্যসৃষ্ট অপক্রিয়ার প্রভাবে—
(ক) মরুভূমি কমছে
(খ) ওজোনস্তর হ্রাস পাচ্ছে
(গ) ওজোনস্তর বৃদ্ধি পাচ্ছে
(ঘ) পর্বতের উচ্চতা কমছে
উত্তরঃ- (খ) ওজোনস্তর হ্রাস পাচ্ছে
১৮। পরিবেশ বলতে বোঝায়—
(ক) সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
(খ) প্রাকৃতিক ও সামাজিক অবস্থা
(গ) প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা
(ঘ) প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
উত্তরঃ- (ঘ) প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
১৯। মানুষের স্বাস্থ্যহানির সব থেকে বড়ো কারণ হল
(ক) পরিবেশ দূষণ
(খ) তেজস্ক্রিয় দূষণ
(গ) মৃত্তিকা দূষণ
(ঘ) দৃশ্য দূষণ
উত্তরঃ- (ক) পরিবেশ দূষণ
২০। মানুষের জ্বালানির অধিক চাহিদা মেটাতে যা ঘটল, সেটি হল—
(ক) জলদূষণ
(খ) মৃত্তিকা দূষণ
(গ) বনভূমি ধ্বংস
(ঘ) কয়লার ব্যবহার
উত্তরঃ- (গ) বনভূমি ধ্বংস
২১। মানুষ কর্তৃক প্রাকৃতিক জ্বালানির ব্যবহার সাধারণত যে গ্যাসটি পরিবেশে সংযোজিত হয়-
(ক) নাইট্রিক অক্সাইড
(খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) সালফার ডাইঅক্সাইড
(ঘ) অ্যামোনিয়া
উত্তরঃ- (খ) কার্বন ডাইঅক্সাইড
50+ Very Important Environment Science In Bengali MCQ Questions(পরিবেশ বিদ্যা প্রস্ন উত্তর MCQ) By Ajker Gk
২২। পরিবেশ দূষণে অন্যতম সহায়ক একটি বিষয় হল
(ক) শিল্পায়ন
(খ) সৌন্দর্যায়ন
(গ) বনমহোৎসব
(ঘ) সংরক্ষণ
উত্তরঃ- (ক) শিল্পায়ন
২৩। জীবজগৎ ও জড়জগতের পারস্পরিক আদান প্রদানের বিনিময়ে গড়ে ওঠে
(ক) বাস্তববিদ্যা
(খ) সম্পর্ক
(গ) বাস্তুতন্ত্র
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (গ) বাস্তুতন্ত্র
২৪। বাস্তুতন্ত্রের বিলুপ্তি ঘটার অন্যতম কারণ—
(ক) কেবল শিল্পায়ন
(খ) কেবল নগরায়ণ
(গ) শিল্পায়ন ও নগরায়ণ
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ- (গ) শিল্পায়ন ও নগরায়ণ
২৫।যে বড়ো গহ্বর আকাশের ওজোনস্তরে সৃষ্টির জন্য প্রধান দায়ী পদার্থটি হল—
(ক) ক্লোরোফ্লুরো সালফার
(খ) ক্লোরোফ্লুরো কার্বন
(গ) ক্লোরোফ্লুরো মিথেন
(ঘ) ক্লোরোফ্লুরো ইথেন
উত্তরঃ- (খ) ক্লোরোফ্লুরো কার্বন
২৬। যে ক্ষতিকারক রশ্মিটি বেশি আছে ওজোনস্তরে ছিদ্র বড়ো হওয়ার ফলে ভূপৃষ্ঠে আসে তার নাম কি?
(ক) x-রশ্মি
(খ) B-রশ্মি
(গ) অতিলাল রশ্মি
(ঘ) অতিবেগুনি রশ্মি
উত্তরঃ- (ঘ) অতিবেগুনি রশ্মি
২৭। ত্বকে ক্যানসারের প্রাকৃতিক কারণ হল
(ক) রশ্মি
(খ) ইনফ্রা লাল রশ্মি
(গ) ক্যাথোড রশ্মি
(ঘ) x-রশ্মি
উত্তরঃ- (খ) ইনফ্রা লাল রশ্মি
২৮। অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদনের ফলে—
(ক) শব্দদূষণ হয়
(খ) জলদূষণ হয়
(গ) ভূমিদূষণ হয়
(ঘ) জলক্ষয় হয়
উত্তরঃ- (গ) ভূমিদূষণ হয়
২৯। প্রকৃতির বৃক্ক হিসেবে চিহ্নিত করা হয়—
(ক) নদীকে
(খ) জলাভূমিকে
(গ) সমুদ্রকে
(ঘ) হ্রদকে
উত্তরঃ- (খ) জলাভূমিকে
৩০। বৃষ্টিপাতের স্বাভাবিকতা বজায় রাখার জন্য প্রয়োজন—
(ক) বৃক্ষরোপণ
(খ) ভূমি সংরক্ষণ
(গ) জলসেচ
(ঘ) বৃক্ষছেদন
উত্তরঃ- (ক) বৃক্ষরোপণ
৩১। যে প্রাকৃতিক সম্পদ নিয়ে পৃথিবীর যুদ্ধবাজেরা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, সেটি হল—
(ক) জল
(খ) কয়লা
(গ) প্রাকৃতিক গ্যাস
(ঘ) পেট্রোলিয়াম
উত্তরঃ- (ঘ) পেট্রোলিয়াম
৩২। বর্তমানে তৃণভূমি হ্রাস পেয়েছে—
(ক) ১৮.১ শতাংশ
(খ) ৩১.২ শতাংশ
(গ) ৭৮.৮ শতাংশ
(ঘ) ৮৬.২ শতাংশ
উত্তরঃ- (গ) ৭৮.৮ শতাংশ
50+ Very Important Environment Science In Bengali MCQ Questions(পরিবেশ বিদ্যা প্রস্ন উত্তর MCQ) By Ajker Gk
৩৩। নীলবিপ্লব হল
(ক) জল সম্পদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা
(খ) ফসল উৎপাদন বৃদ্ধি
(গ) মাংস উৎপাদন বৃদ্ধি
(ঘ) দুধ উৎপাদন বৃদ্ধি
উত্তরঃ- (ক) জল সম্পদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা
৩৪। মোটরচালিত যানবাহন বৃদ্ধিতে বাতাসে মিশ্রিত হচ্ছে—
(ক) হোয়াইট হাউস গ্যাস
(খ) রেড হাউস গ্যাস
(গ) ব্লু হাউস গ্যাস
(ঘ) গ্রিণ হাউস গ্যাস
উত্তরঃ- (ঘ) গ্রিণ হাউস গ্যাস
৩৫। গ্রিণ হাউস গ্যাসের প্রভাবে
(ক) জলীয় বাষ্প-স্তর বিনষ্ট
(খ) ওজোন স্তর বিনষ্ট হচ্ছে
(গ) অক্সিজেন স্তর বিনষ্ট হচ্ছে
(ঘ) নাইট্রোজেন স্তর বিনষ্ট হচ্ছে
উত্তরঃ- (খ) ওজোন স্তর বিনষ্ট হচ্ছে
৩৬। গ্রিণ হাউসগ্যাসের নিঃসরণ অন্ততপক্ষে শতকরা কত ভাগ কমাতে হচ্ছে?
(ক) ২০ ভাগ
(খ) ৪০ ভাগ
(গ) ৫০ ভাগ
(ঘ) ৭৫ ভাগ
উত্তরঃ- (ঘ) ৭৫ ভাগ
৩৭। জলের তাপীয় দূষণ প্রধানত হয়—
(ক) কৃষিকার্য
(খ) তাপবিদ্যুৎ প্রকল্প দ্বারা
(গ) কারখানার দ্বারা
(ঘ) গৃহস্থালির কাজে
উত্তরঃ- (ঘ) গৃহস্থালির কাজে
৩৮। ভারতের অর্থনৈতিক দূরবসস্থা ও পরিবেশ দূষণের মূল কারণ—
(ক) সম্পদের অভাব
(খ) সমাজ সচেতনতার অভাব
(গ) জন বিস্ফোরণ
(ঘ) শিক্ষার অভাব এ
উত্তরঃ- (গ) জন বিস্ফোরণ
৩৯। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়—
(ক) ২১ মার্চ
(খ) ২৩ জুন
(গ) ২১ এপ্রিল,
(ঘ) ১১ মে
উত্তরঃ- (ক) ২১ মার্চ
৪০। বন সংরক্ষণ আইন প্রণয়ন হয়—
(ক) ১৯৬০ সালে
(খ) ১৯৭০ সালে
(গ) ১৯৯০ সালে
(ঘ) ১৯৮০ সালে
উত্তরঃ- (ঘ) ১৯৮০ সালে
৪১। বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম হল
(ক) রেডিয়াম
(খ) স্ট্রনসিয়াম ও সিজিয়াম
(গ) লিথিয়াম
(ঘ) প্ল্যাটিনাম
উত্তরঃ- (খ) স্ট্রনসিয়াম ও সিজিয়াম
৪২। অতি বেগুনি রশ্মি জীবদেহে ক্ষতি করে—
(ক) ত্বকের ক্যানসার সৃষ্টি করে
(খ) ফুসফুসের ক্যানসার সৃষ্টি করে
(গ) হৃৎপিণ্ডের ক্ষতি করে
(ঘ) কিডনির ক্ষতি করে
উত্তরঃ- (ক) ত্বকের ক্যানসার সৃষ্টি করে
৪৩। ইলেকট্রোস্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত—
(ক) পারমাণবিক দূষণ রোধে
(খ) শব্দ দূষণ রোধে
(গ) বায়ুদূষণ প্রতিরোধে
(ঘ) জলদূষণ রোধে
উত্তরঃ- (গ) বায়ুদূষণ প্রতিরোধে
৪৪। যে বিষ নির্গত হয় শৈবাল জলাভূমিতে পচে তার নাম কি?
(ক) অ্যাফ্লাটস্মিন
(খ) স্ট্রিকনিন O
(গ) কার্বনেট
(ঘ) আর্মনেট
উত্তরঃ- (খ) স্ট্রিকনিন
50+ Very Important Environment Science In Bengali MCQ Questions(পরিবেশ বিদ্যা প্রস্ন উত্তর MCQ) By Ajker Gk
৪৫। মৃত্তিকা দূষণের ভয়ংকরতম সমস্যার উৎস হল
(ক) প্লাস্টিক বস্তু
(খ) ধাতব বস্তু
(গ) জৈব আবর্জনা
(ঘ) মলমূত্রাদি
উত্তরঃ- (ক) প্লাস্টিক বস্তু
৪৬। যে রোগ ছড়ায় তার নাম মৃত্তিকার দ্বারা ছত্রাকঘটিত প্রধানত তার নাম কি?
(ক) পেরিমাইকোসিস
(খ) অ্যামাইকোসিস
(গ) জ্যুমাইকোসিস
(ঘ) ক্রোমোমাইকোসিস
উত্তরঃ- (ঘ) ক্রোমোমাইকোসিস
৪৭। মৃত্তিকা দূষণের ৯০ শতাংশ হল—
(ক) দূষিত জল
(খ) কঠিন বর্জ্য পদার্থ
(গ) দূষিত গ্যাস
(ঘ) কাগজ
উত্তরঃ- (খ) কঠিন বর্জ্য পদার্থ
৪৮। বিভিন্ন খনি থেকে বিভিন্ন বস্তু উত্তোলনের ফলে মূলত—
(ক) বায়ুদূষণ ঘটে
(খ) জলদূষণ ঘটে
(গ) মৃত্তিকা দূষণ ঘটে
(ঘ) কোনো দূষণ ঘটে না
উত্তরঃ- (গ) মৃত্তিকা দূষণ ঘটে
৪৯। পৃথিবীর মোট কত শতাংশ রোগ হয় দূষিত জল এর ফলে?
(ক) ২০ শতাংশ
(খ) ৪০ শতাংশ
(গ) ৬০ শতাংশ
(ঘ) ৮০ শতাংশ
উত্তরঃ- (ঘ) ৮০ শতাংশ
৫০। নিম্নলিখিতগুলির মধ্যে কন্তি আগাছানাশক হিসাবে ব্যাবহৃত হয়?
(ক) সিমাজিন
(খ) ক্লরদেন
(গ) DDT
(ঘ) BHC
উত্তরঃ- (ক) সিমাজিন