50+ Chemistry MCQ Questions Answer In Bengali PDF(রসায়ন বিদ্যা প্রস্ন উত্তর) By Ajker Gk||Part-1
Hello Friends, আমাদের website এ তমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি 50+ Chemistry MCQ Questions Answer In Bengali PDF(রসায়ন বিদ্যা প্রস্ন উত্তর) এর পর্ব-১ নিয়ে। এখানে গুরুত্বপূর্ণ রসায়ন বিদ্যা প্রস্ন উত্তর সম্মন্ধে আলোচনা করা হয়েছে। এইগুলি সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ। আর দেরি না করে তোমরা Chemistry MCQ Questions Answer In Bengali PDF(রসায়ন বিদ্যা প্রস্ন উত্তর) খাতায় লিখে নেবে, ধন্যবাদ।
50+ Chemistry MCQ Questions Answer In Bengali PDF(রসায়ন বিদ্যা প্রস্ন উত্তর) By Ajker Gk||Part-1
১। সব থেকে হাল্কা গ্যাস হল
(ক) হাইড্রোজেন
(খ) হিলিয়াম
(গ) ওজোন
(ঘ) ফ্লুওরিন
উত্তরঃ- (ক) হাইড্রোজেন
২। বিষাক্ত গ্যাস হল
(ক) নাইট্রোজেন
(খ) কার্বন ডাই অক্সাইড
(গ) অক্সিজেন
(ঘ) কার্বন মনোক্সাইড
উত্তরঃ- (ঘ) কার্বন মনোক্সাইড
৩। অণুর ধারণা প্রথম কে দেন?
(ক) ডালটন
(খ) অ্যাভোগ্যাড্রো
(গ) সত্যেন্দ্রনাথ বোস
(ঘ) গে-লুমাক
উত্তরঃ- (খ) অ্যাভোগ্যাড্রো
৪। আলফ্রেড নোবেল ছিলেন একজন
(ক) রসায়ণবিদ্
(খ) পদার্থবিদ
(গ) চিকিৎসক
(ঘ) পরিবেশ বিজ্ঞানী
উত্তরঃ- (ক) রসায়ণবিদ্
৫।রসায়ণে প্রথম নোবেল পুরস্কার পান
(ক) মাদাম কুরী
(খ) রাদারবোর্ড
(গ) ভ্যান্ট হফ
(ঘ) এমিল ফিশার
উত্তরঃ- (গ) ভ্যান্ট হফ
৬। নিউট্রন আবিষ্কার করেন
(ক) জি.স্টোনি
(খ) জে. স্যাডউইক
(গ) ডি. এগলি
(ঘ) ই.গোল্ডস্টাইন
উত্তরঃ- (খ) জে. স্যাডউইক
৭।পরমাণুর জনক কোন বিজ্ঞানী?
(ক) অ্যাভোগাড্রো
(খ) বয়েল
(গ) ডালটন
(ঘ) চার্লস
উত্তরঃ- (গ) ডালটন
৮।হীরককে কী দিয়ে কাটা হয়?
(ক) কাঁচ দিয়ে
(খ) হীরক দিয়ে
(গ) ইস্পাত দিয়ে
(ঘ) সিলিকন দিয়ে
উত্তরঃ- (খ) হীরক দিয়ে
৯। নীল লিটমাসকে লাল করে
(ক) অ্যাসিড
(খ) ক্ষার
(গ) ক্ষারক
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (ক) অ্যাসিড
১০। অগ্নি-নির্বাপক রূপে ব্যবহৃত হয়
(ক) নাইট্রোজেন
(খ) কার্বন মনোক্সাইড
(গ) কার্বন ডাই অক্সাইড
(ঘ) হাইড্রেজেন সালফাইড
উত্তরঃ- (গ) কার্বন ডাই অক্সাইড
১১। হীরা এক ধরণের
(ক) কাচ
(খ) কয়লা
(গ) মণি
(ঘ) পাথর
উত্তরঃ- (খ) কয়লা
১২।কাচা ফল পাকাতে সাহায্য করে
(ক) কার্বন ডাই-অক্সাইড
(খ) ক্লোরোফর্ম
(গ) মিথেন
(ঘ) ইথিলিন
উত্তরঃ- (ঘ) ইথিলিন
১৩।তরল সোনা কোনটি?
(ক) পেট্রোলিয়াম
(খ) অ্যালকোহল
(গ) জল
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (ক) পেট্রোলিয়াম
১৪।সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়
(ক) কলিচুন
(খ) পোড়াচুন
(গ) N2OH
(ঘ) চুনাপাথর
উত্তরঃ- (খ) পোড়াচুন
50+ Chemistry MCQ Questions Answer In Bengali PDF(রসায়ন বিদ্যা প্রস্ন উত্তর) By Ajker Gk||Part-1
১৫। তেজস্ক্রিয় প্রলেপ দেওয়ার জন্য কোন্ পারদ সংকর ব্যবহৃত হয়?
(ক) থোরিয়াম
(খ) প্ল্যাটিনাম আয়নায় প্রলেপ
(গ) সোডিয়াম
(ঘ) সিজিয়াম
উত্তরঃ- (ক) থোরিয়াম
১৬। আয়নায় প্রলেপ দেওয়ার জন্য কোন পারদ সংকর ব্যবহার করা হয়?
(ক) Ag - Hg
(খ) Zn - Hg
(গ) Na - Hg
(ঘ) Sn-Sg
উত্তরঃ- (ঘ) Sn-Sg
১৭।মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয়?
(ক) সালফিউরিক অ্যাসিড
(খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(গ) নাইট্রিক অ্যাসিড
(ঘ) অ্যাসিটিক অ্যাসিড
উত্তরঃ- (খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
১৮।কোনটিকে সন্ধিগত মৌল. বলা হয়?
(ক) হিলিয়াম
(খ) হ্যানিয়াম
(গ) নিকেল
(ঘ)লুটেসিয়াম
উত্তরঃ- (গ) নিকেল
১৯।সর্বপ্রথম আদর্শ গ্যাস আবিষ্কারের কৃতিত্ব কার?
(ক) জন ডালটন
(খ) ক্যাভেনডিস
(গ) মাদাম কুরি
(ঘ) নিউটন
উত্তরঃ- (খ) ক্যাভেনডিস
২০। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক
(ক) বক্সাইট
(খ) ক্রায়োলাইট
(গ) কেওলিন
(ঘ) স্পাইনেল
উত্তরঃ- (ক) বক্সাইট
21। D.D.T. প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোন্টি?
(ক) ক্লোরোফম
(খ) ফেনল
(গ) টলুইন
(ঘ) বেঞ্জিন
উত্তরঃ- (ঘ) বেঞ্জিন
২২।সোডিয়াম থায়োসালফেট ব্যবহৃত হয়
(ক) সার রূপে
(খ) ফটোগ্রাফিতে
(গ) কারখানায়
(ঘ) পলিথিনে
উত্তরঃ- (খ) ফটোগ্রাফিতে
২৩। ক্যামেরার ফিল্মে থাকে—
(ক) সিলভার নাইট্রেট
(খ) সিলভার ক্লোরাইড
(গ) সিলভার ব্রোমাইড
(ঘ) সিলভার সায়ানাইড
উত্তরঃ- (গ) সিলভার ব্রোমাইড
২৪। কোন্টি মৃদু অ্যাসিড?
(ক) H CN
(খ) HCL
(গ) HNO3
(ঘ) H2SO4
উত্তরঃ- (ক) H CN
২৫।কোনটি অক্সি অ্যাসিড
(ক) HCL
(খ) HBr
(গ) HCN
(ঘ) H2SO4
উত্তরঃ- (ঘ) H2SO4
২৬।মানুষের রক্তে pH এর মান কত?
(ক) 6.5
(খ) 7.5
(গ) 10
(ঘ) 9
উত্তরঃ- (খ) 7.5
২৭। পানীয় সোডা হল
(ক) অ্যাসিড প্রকৃতি
(খ) প্রশম
(গ) ক্ষারকীয় প্রকৃতির
(ঘ) জারক বন্ধু
উত্তরঃ- (গ) ক্ষারকীয় প্রকৃতির
২৮।‘বনষ্পতি ঘি’ তৈরিতে কোন্ গ্যাস ব্যবহৃত হয়?
(ক) H2
(খ) SO2
(গ) N2
(ঘ) NH3
উত্তরঃ- (ক) H2
২৯। স্টোরেজ ব্যাটারিতে কোন্ ধাতব পদার্থটি ব্যবহৃত হয়?
(ক) লোহা
(খ) তামা
(গ) অ্যালুমিনিয়াম
(ঘ) সিসা
উত্তরঃ- (ঘ) সিসা
৩০। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কী?
(ক) আয়োডিন
(খ) ফ্লোরিন
(গ) ব্রোমিন
(ঘ) ক্লোরিন
উত্তরঃ- (খ) ফ্লোরিন
৩১। কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় কোন্টি?
(ক) কপার সালফেট
(খ) ফেরাস সালফেট
(গ) সোডিয়াম সালফেট
(ঘ) জিঙ্ক সালফেট
উত্তরঃ- (ক) কপার সালফেট
৩২। গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করতে কোন্ ধাতু প্রয়োজন?
(ক) অ্যালুমিনিয়াম
(খ) জিঙ্ক
(গ) সোডিয়াম
(ঘ) ম্যাগনেশিয়াম
উত্তরঃ- (ঘ) ম্যাগনেশিয়াম
৩৩। 'কাঁদানে গ্যাসে' কী গ্যাস মিশ্রিত থাকে
(ক) নাইট্রাস অক্সাইড
(খ) মিথেন
(গ) ক্লোরিন গ্যাস
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (গ) ক্লোরিন গ্যাস
৩৪। জার্মান সিলভারে সিলভারের শতকরা পরিমাণ
(ক) 0%
(খ) 7%
(গ) 8%
(ঘ) 12%
উত্তরঃ- (ক) 0%
৩৫। তরল সোনা হল
(ক) সোনা
(খ) তামা
(গ) কয়লা
(ঘ) পেট্রোলিয়াম
উত্তরঃ- (ঘ) পেট্রোলিয়াম
৩৬। বিশুদ্ধ জলের PH এর মান
(ক) 4
(খ) 7
(গ) 9
(ঘ) 12
উত্তরঃ- (খ) 7
৩৭।বৃষ্টির জল
(ক) ক্ষারীয়
(খ) প্রশমিত
(গ) আম্লিক
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (গ) আম্লিক
৩৮।বেকিং সোডা কী নামে পরিচিত?
(ক) সোডিয়াম বাই কার্বনেট
(খ) সোডিয়াম কার্বনেট
(গ) ক্যালশিয়াম কার্বনেট
(ঘ) ক্যালশিয়াম সালফেট
উত্তরঃ- (ক) সোডিয়াম বাই কার্বনেট
৩৯।পাউরুটি প্রস্তুত করতে কোন্টি ব্যবহৃত হয়?
(ক) ব্লিচিং পাউডার
(খ) খাবার সোডা
(গ) কোওকোসিন
(ঘ) বেকিং পাউডার
উত্তরঃ- (ঘ) বেকিং পাউডার
৪০।'চিনি শোধনে কার্বনের কোন্ রূপভেদটি ব্যবহৃত হয়?
(ক) উদ্ভিদ অঙ্গার
(খ) প্রাণীজ অঙ্গার
(গ) গ্রাফাইট
(ঘ) ভূসাকালি
উত্তরঃ- (খ) প্রাণীজ অঙ্গার
৪১। কোন্টি অগ্নি-নির্বাপক হিসাবে কাজ করে?
(ক) O2
(খ) SO2
(গ) CO2
(ঘ) CO
উত্তরঃ- (গ) CO2
৪২। H,PO, অ্যাসিড প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত?
(ক) 0
(খ) 2
(গ) 1
(ঘ) 3
উত্তরঃ- (খ) 2
৪৩।খাবার সুস্বাদু করতে ব্যবহৃত হয় কোন্টি?
(ক) ল্যাকটিক অ্যাসিড
(খ) ইথানল
(গ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) ভিনিগার
উত্তরঃ- (ঘ) ভিনিগার
৪৪। অষ্টক নিয়ম মেনে চলে না কোন্ যৌগটি?
(ক) NH3
(খ) BF3
(গ) PH3
(ঘ) H2O
উত্তরঃ- (ক) NH3
৪৫।স্থিতিশীল ধাতু কোন্টি?
(ক) রুপা
(খ) তামা
(গ) সিসা
(ঘ) সোনা
উত্তরঃ- (গ) সিসা
৪৬।'আলেয়ার আলো’ কোন্ গ্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত?
(ক) মিথেন
(খ) প্রোপেন
(গ) বিউটেন
(ঘ) ইথেন
উত্তরঃ- (ক) মিথেন
৪৭। মোমের গলনাঙ্ক
(ক) 50°C – 60°C
(খ) 4.5°C - 50°C
(গ) 55°C - 65°C
(ঘ) 45°C - 56°C
উত্তরঃ- (ঘ) 45°C - 56°C
৪৮। ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাসটির নাম কী?
(ক) ক্লোরোফর্ম
(খ) ইথিলিন
(গ) অ্যাসিটিলিন
(ঘ) মিথেন
উত্তরঃ- (গ) অ্যাসিটিলিন
৪৯।জলের স্থায়ী খরতা কার উপস্থিতিতে হয়?
(ক) ক্যালশিয়াম কার্বনেট
(খ) ক্যালশিয়াম সালফেট
(গ) সোডিয়াম কার্বনেট
(ঘ) ম্যাগনেশিয়াম বাই-কার্বনেট
উত্তরঃ- (খ) ক্যালশিয়াম সালফেট
৫০।অষ্টক সূত্রের আবিষ্কর্তার নাম কী?
(ক) নিউল্যান্ড
(খ) লোথারমোর
(গ) মেন্ডেলিফ
(ঘ) ডোবেনিয়ার
উত্তরঃ- (ক) নিউল্যান্ড
৫১। চর্বির দ্রাবক কোনটি?
(ক) বেঞ্জিন
(খ) জল
(গ) ক্লোরোফর্ম
(ঘ) অ্যালকোহল
উত্তরঃ- (গ) ক্লোরোফর্ম
৫২। সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম কার্বনেটের প্রশমণে কোন্ নির্দেশক ব্যবহৃত হয়?
(ক) পিরিডিন
(খ) মিথাইল অরেঞ্জ
(গ) লিটমাস
(ঘ) ফেনল
উত্তরঃ- (খ) মিথাইল অরেঞ্জ
৫৩।পথ্যালিন LPG-কে গন্ধমুক্ত করতে কোন্ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?
(ক) NH4cl
(খ) H2SO4
(গ) H, S
(ঘ) ইথাইল মারসেপট্যান
উত্তরঃ- (ঘ) ইথাইল মারসেপট্যান
৫৪।নাইট্রিক অ্যাসিড কোন্ পাত্রে রাখা হয়?
(ক) টিন
(খ) অ্যালুমিনিয়াম
(গ) নিকেল
(ঘ) তামা
উত্তরঃ- (খ) অ্যালুমিনিয়াম
৫৫। প্রাইমারি সোনার বিশুদ্ধতা হল
(ক) 12 ক্যারেট
(খ) 22 ক্যারেট
(গ) 24 ক্যারেট
(ঘ) 32 ক্যারেট
উত্তরঃ- (গ) 24 ক্যারেট
৫৬। ঝালাই-এর কাজে ব্যবহৃত হয়
(ক) অ্যাসিটিলিন
(খ) গ্লিসারল
(গ) ইথিলিন
(ঘ) বেঞ্জিন
উত্তরঃ- (ক) অ্যাসিটিলিন
৫৭। সবচেয়ে ভঙ্গুর ধাতুর নাম
(ক) সোডিয়াম
(খ) বিসমাথ
(গ) তামা
(ঘ) লোহা
উত্তরঃ- (খ) বিসমাথ
৫৮।লাফিং গ্যাস কাকে বলে?
(ক) নাইট্রোজেন ডাই অক্সাইডকে
(খ) হাইড্রোজেন ক্লোরাইডকে
(গ) নাইট্রিক অক্সাইডকে
(ঘ) নাইট্রাম অক্সাইডকে
উত্তরঃ- (ঘ) নাইট্রাম অক্সাইডকে
৫৯।কোন্টি বিশুদ্ধ জল বলে
(ক) টিউবওয়েলের জল
(খ) নদীর জল
(গ) পাতিত জল
(ঘ) বৃষ্টির জল
উত্তরঃ- (গ) পাতিত জল
৬০।একটি জৈব ক্ষারের উদাহরণ দাও।
(ক) অ্যানিলিন
(খ) বেঞ্জিন
(গ) টলুইন
(ঘ) ফেনল
উত্তরঃ- (ক) অ্যানিলিন
৬১।একটি ঝাঁঝানো গন্ধযুক্ত গ্যাসের নাম
(ক) H2S
(খ) NH3
(গ) H2.
(ঘ) CL
উত্তরঃ- (খ) NH3