100+ Economics Questions Answer In Bengali(অর্থনীতি প্রস্নউত্তর)|Part- By Ajker Gk
Hello friends, আজ আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি 100+ Economics Questions Answer In Bengali(অর্থনীতি প্রস্নউত্তর)|Part- 2। যেটি তোমাদের সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ। Economics Questions Answer In Bengali তে আছে পরীক্ষাতে আসার মত প্রশ্ন এখান থেকে পরলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমাদের এই 100+ Economics Questions Answer In Bengali(অর্থনীতি প্রস্নউত্তর)|Part- 2 আশা করছি ভালো লাগবে।
100+ Economics Questions Answer In Bengali(অর্থনীতি প্রস্নউত্তর)
1.‘নীচ থেকে ভূমি সংস্কার’ বলতে কী বোঝ?
উত্তর: ভূমি সংস্কার কর্মসূচি রূপায়ণে গ্রামীণ স্তরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
2. পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারের কোন কর্মসূচিকে ‘দু পায়ে চলার নীতি’ বলা হয়েছে?
উত্তর: অপারেশন বর্গা কর্মসূচিকে।
3. ১৯৮০ দশক থেকে পশ্চিমবঙ্গের কৃষি অর্থনীতিতে পরিবর্তনের একটি নির্দেশক উল্লেখ করো।
উত্তর: শস্যচাষের নিবিড়তা বৃদ্ধি।
4. ‘নিবিড়চাষ’ কাকে বলে?
উত্তর: একই জমিতে বছরে একাধিকবার চাষকে।
5. ভারতে ‘মূল’ শিল্পের একটি উদাহরণ দাও।
উত্তর: লৌহ ও ইস্পাত শিল্প।
6. ভারতে ‘ভারী’ শিল্পের একটি উদাহরণ দাও।
উত্তর: ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প।
7. ভারতে আধুনিক শিল্পোদ্যোগের ক্ষেত্রে একটি উদাহরণ দাও।
উত্তর: পেট্রো-রসায়ন শিল্প।
8. কোন্ সম্মেলনে আন্তর্জাতিক অর্থভান্ডার গঠনের সিদ্ধান্ত হয়?
উত্তর: ব্রেটন উডস্ সম্মেলনে।
9. আন্তর্জাতিক অর্থভান্ডারের সদস্য রাষ্ট্রগুলির ভোটের পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?
উত্তর: সদস্য রাষ্ট্রের দেয় চাঁদার পরিমাণের অনুপাতে।
10. বিশ্ব ব্যাংকের সদস্য কারা?
উত্তর: আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদস্যরা।
11. আন্তর্জাতিক অর্থভান্ডারের মজুত ভান্ডারের নাম কী ?
উত্তর: ইসাফ ট্রাস্ট (Enhanced Structural Adjustment Facility - ESAF)।
12. বিশ্ব ব্যাংকের একটি সহযোগী সংস্থার নাম করো।
উত্তর: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
13. বিশ্ব ব্যাংকের যে-কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো।
উত্তর: আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য প্রতিষ্ঠা।
14. স্বাধীনতা লাভের পর ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সমবায় কৃষি ব্যবস্থা আরম্ভ হয়?
উত্তর: উত্তরপ্রদেশ।
15. গঙ্গা নদীর পুনরুজ্জীবনে কেন্দ্রীয় মন্ত্রীসভা ‘নমামি গঙ্গে’ কর্মসূচিটি কবে অনুমোদন করে?
উত্তর: ২০১৫ সালের ১৩ মে।
16. 'বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা' কোন শ্রেণির মানুষের বাসস্থান তৈরির জন্য চালু হয়?
উত্তর: শহরের বস্তিবাসী মানুষ।
17. কার সুপারিশ ক্রমে ভারত সরকার কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে?
উত্তর: কমিশন ফর অ্যাগ্রিকালচারাল কস্টস অ্যন্ড প্রাইস।
18. কোন্ কমিটির সুপারিশ ক্রমে ‘ইন্সুরেন্স রেগুলেটরী অথরিটি’ তৈরি হয়?
উত্তর: মালহোত্রা কমিটি।
19. ‘অপারেশন ফ্লাড' কর্মসূচি কত সালে গৃহীত হয়?
উত্তর: ১৯৭০ সালে।
20. কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বর্তমানে কী নামে পরিচিত?
উত্তর: NREP.
100+ Economics Questions Answer In Bengali(অর্থনীতি প্রস্নউত্তর)
21. কোন বছর এবং কার সহযোগিতায় আশ্রয়বীমা যোজনা চালু হয়?
উত্তর: ২০০১ সালে GIC-এর সহযোগিতায়।
22. ভারতের কোন্ ব্যাঙ্ক চিনে প্রথম শাখা খোলে?
উত্তর: SBI.
23. কোন্ রাজ্য কন্যা বিদ্যাধন যোজনা চালু করেছে?
উত্তর: উত্তরপ্রদেশ।
24. ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকরী হয়?
উত্তর: ১৯৮৬ সালে।
25. বদ্ধ অর্থনীতি বলতে কী বোঝায়?
উত্তর: আমদানী-রপ্তানী বন্ধ।
26. ভারতের কর্মচারীদের ডিএ (DA) দেওয়া হয় কিসের উপর ভিত্তি করে?
উত্তর: গ্রাহক মূল্য সূচক-এর।
27. স্মার্ট মানি (Smart money) শব্দটি কোন্ ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তর: ক্রেডিট কার্ড-এর।
28. যে হারে ব্যাঙ্ক রিজার্ভ ব্যাংককে টাকা ধার দেয় বা জমা দেয়, তাকে কী বলে?
উত্তর: রিভার্স রেপোরেট।
29. নাবার্ড (NABARD) কোন্ কমিটির সুপারিশ অনুসারে গঠিত হয়েছিল?
উত্তর: শিবরামন কমিটি।
30. ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক কোন্টি?
উত্তর: ICICI ব্যাঙ্ক।
31. মুদ্রাস্ফীতি হলে কারা সবচেয়ে বেশি লাভবান হয়?
উত্তর: ঋণ গ্রহীতারা।
32. ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফান্ড (India Brand Equity Fund) গঠিত হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালে।
33. ভারতে প্রথম বিলগ্নী কমিশন কবে গঠন করা হয়?
উত্তর: ১৯৯৬ সালে।
34. ভারত কোন্ দেশের সঙ্গে সর্ব্বোচ্চ মূল্যের জেমস্ এবং জুয়েলারী রপ্তানি করে?
উত্তর: আমেরিকার সঙ্গে।
35. দক্ষিণ এশীয় বিকাশ তহবিল' কে প্রতিষ্ঠা করেছে?
উত্তর: সার্ক (SAARC)।
36. ভারতের কোন্ রাজ্য বেশি খাদ্যশস্য উৎপাদন করে?
উত্তর: উত্তরপ্রদেশ।
37. ভারতীয় ব্যাঙ্কের বিদেশে শাখা আছে কোন্ দেশে?
উত্তর: ইংল্যান্ডে।
38. তপশিলি বা সিডিউল ব্যাঙ্ক বলতে কোন্ ব্যাঙ্ককে বোঝায়?
উত্তর: রিজার্ভ ব্যাঙ্কের দ্বিতীয় তপশিলে অন্তর্ভুক্ত ব্যাঙ্কগুলিকে।
39. প্রথম রপ্তানি বৃদ্ধিকারী অঞ্চল বা Export Promotion Zone বেসরকারি ভাবে কোথায় গড়ে ওঠে?
উত্তর: সুরাটে।
40. ভারতের কোন তারিখে ‘কিষাণ দিবস’ পালিত হয়?
উত্তর: ২৩ ডিসেম্বর।
100+ Economics Questions Answer In Bengali(অর্থনীতি প্রস্নউত্তর)
41. রাজ কমিটি (১৯৭২) কোন্ করের সঙ্গে সম্পর্কিত?
উত্তর: কৃষির উপর আরোপিত কর।
42. ভারতীয় অর্থ ব্যবস্থায় ফিসক্যাল ঘাটতি ধারণাটি ছিল যা সর্বপ্রথম কোন্ সুপারিশে গৃহীত হয়?
উত্তর: সুখময় চক্রবর্তী কমিটির সুপারিশে।
43. কোন্ সালে ভারতের কেন্দ্রীয় সরকার জিরো বেসড (Zero Based) বাজেটটি প্রস্তুত করেন?
উত্তর: ১৯৮৭ সালে।
44. IDBI কবে বাণিজ্যিক ব্যাঙ্কে পরিণত হয়?
উত্তর: ২০০৪ সালের ১ অক্টোবর।
45. ভারতবর্ষের শক্তির প্রধান উৎস কী?
উত্তর: কয়লা।
46. ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্কের (SIDBI) প্রধান কার্যালয় কোথায় ?
উত্তর: লক্ষ্ণৌ-এ।
47. ভারতে প্রথম কোন শিল্প উন্নত হয়ে?
উত্তর: তাঁত শিল্প।
48. ভারতের কোন রাজ্যে মুদ্রাস্ফীতির হার সর্বাপেক্ষা বেশি?
উত্তর: পাঞ্জাব।
49. ‘আগ মার্ক’ কীসের প্রতীক?
উত্তর: গুণগত নিশ্চয়তার।
50. অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য অস্থায়ী যে কর আরোপ করা হয় তার নাম কী?
উত্তর: সারচার্জ (Surcharge)।
51. কোন্ সংগঠন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের জন্য গঠিত হয়?
উত্তর: খাদ্য ও নাগরিক দ্রব্য সরবরাহ মন্ত্রক।
52. ভারতে RBI এবং SBI-এর চেক কোন সংস্থা ছাপে?
উত্তর: সিকিউরিটি প্রেস, নাসিক।
53. ভারতবাসীর জীবিকা নির্বাহের প্রধান উৎস কী?
উত্তর: কৃষি।
54. আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উৎস কী?
উত্তর: জাতীয় আয় বৃদ্ধি।
55. কোনো দেশের অর্থনীতিক সমৃদ্ধি আনার মূল নির্দেশক কী?
উত্তর: মোট জাতীয় উৎপাদন।
56. বিশ্বের শিল্পোন্নত ধনী দেশের অর্থনৈতিক জোট কোন্ নামে পরিচিত?
উত্তর: জি-৮।
57.জি-৮ কী?
উত্তর: উন্নয়শীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
58. OPEC-এর পুরো কথা কী? উত্তর: Oraganization of Petroleum Exporting Countries.
59. MODVAT কী?
উত্তর: Modified Value Added Tax.
60. MANVAT কী?
100+ Economics Questions Answer In Bengali(অর্থনীতি প্রস্নউত্তর)
উত্তর: Value Added Tax Imposed On Manufacturing Level.
61. “NABARD'-এর পুরো কথা কী?
উত্তর: National Bank for Agricultural and Rural Development.
62. ভারতীয় মুদ্রা কোন্ দেশে আইনগত ভাবে স্বীকৃত?
উত্তর: নেপালে।
63. ইম্পিরিয়াল ব্যাঙ্ক ভারতে কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে।
64. কোন্ ভারতীয়কে ‘অর্থনৈতিক উদারনীতির জনক’ বলা হয়?
উত্তর: ড. মনমোহন সিং-কে।
65. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে?
উত্তর: রিজার্ভ ব্যাংক অফ্ ইন্ডিয়া।
66. আই-আর ডি.পি কথাটি কী?
উত্তর: সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প।
67. মূল্যযুক্ত কর আরোপিত হয় কিসের ওপর?
উত্তর: উৎপাদনের প্রতিটি স্তরে যে মূল্য যুক্ত হয় তার উপর।
68. সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছি কিনা তা কোন কমিটি দেখে?
উত্তর: পাবলিক অ্যাকাউন্টস কমিটি।
69. ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন্ প্রতিষ্ঠান সরাসরি যুক্ত?
উত্তর: রিজার্ভ ব্যাঙ্ক অব্ ইন্ডিয়া।
70. ভারতের সঞ্চয়ের সবচেয়ে বড়ো অংশ কোথা থেকে আসে?
উত্তর: পারিবারিক ক্ষেত্র থেকে।
71. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প (NRHM) করে চালু হয়?
উত্তর: ২০০৫ সালে।
72. ভারতে মোট স্টক এক্সচেঞ্জের সংখ্যা কত?
উত্তর: ২৩টি।
73. কেন্দ্রীয় বোর্ড ছাড়া RBI-এর কয়টি স্থানীয় বোর্ড রয়েছে?
উত্তর: ৪টি।
74. গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ফান্ড (RIDF)-কে নিয়ন্ত্রণ করে?
উত্তর: নাবার্ড।
75. ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোন্টি?
উত্তর: Bombay Stock Exchange (BSE).
76. ভারতে বর্তমানে মোট কয়টি সেবি অনুমোদিত রয়েছে?
উত্তর: ২১টি।
77. ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোন্টি?
উত্তর: বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSF). |
78. হলুদ বিপ্লবের (Yellow Revolution Oilseeds) জনক কে?
উত্তর: শ্যাম পিত্রোদা।
79. সবুজ বিপ্লব (Green Revolution) শব্দটি কে চালু করেন?
উত্তর: ড. উইলিয়াম গান্ডে।
80. জাতীয় হর্টি কালচার মিশন (NHM) কত সালে চালু হয়?
উত্তর: ২০০৫-০৬ সালে।
100+ Economics Questions Answer In Bengali(অর্থনীতি প্রস্নউত্তর)
81. গোল বিপ্লব কোন্ দ্রব্যের সঙ্গে যুক্ত?
উত্তর: আলু।
82. বর্তমানে নবরত্ন কোম্পানির সংখ্যা কত?
উত্তর: ১৮।
83. মীরা শেঠ কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল ?
উত্তর: তাঁত।
84. গোস্বামী কমিটি কীসের উপর সুপারিশ করে?
উত্তর: রুগ্ন শিল্পক্ষেত্র।
85. বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) কত সালে পাশ হয়?
উত্তর: ১৯৯৯ সালে।
86. স্বর্ণজয়ন্তী শহুরে রোজগার যোজনা কবে থেকে কার্যকরী হয়?
উত্তর: ২০০৯ সালের ১ এপ্রিল।
87. কোন্ শিল্পের প্রযুক্তিগত উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার প্রযুক্তি উন্নয়ন তহবিল প্রকল্পটি (TUFS)
চালু করেছে?
উত্তর: পাটসহ বস্ত্রশিল্পের প্রযুক্তিগত উন্নয়নে।
88. ভারতীয়দের মালিকানা ও তত্ত্বাবধানে গড়া প্রথম ভারতীয় বাণিজ্যিক ব্যাঙ্ক কোন্টি?
উত্তর: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
89. প্রবীণ নাগরিকদের জন্য সমষ্টিমূলক কর্মসূচি ‘সমাগম’-এর সূচনা হয় কবে?
উত্তর: ২০১৪ সালের ১০ ডিসেম্বর।
90. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘মাইক্রো বিসনেস ক্রেডিট কার্ড’ চালু করে কবে?
উত্তর: ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি।
91. ধারাবাহিক ভাবে মাটির উর্বরতা বাড়াতে সরকার কোন্ প্রকল্প শুরু করেছে?
উত্তর: মৃত্তিকা স্বাস্থ্য কার্ড
92. জৈব চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার কোন্ প্রকল্প শুরু করেছে?
উত্তর: ‘পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা'।
93. কেন্দ্রীয় সরকার দেশ ব্যাপী ‘পহাল’, অর্থাৎ এল. পি. জি গ্যাসের ক্ষেত্রে সরকারি নগদ অর্থ হস্তান্তর প্রকল্প কবে চালু করে?
উত্তর: ২০১৫ সালের ১ জানুয়ারি।
94. জ্বালানি ছাড়া কোন্ পন্য আমদানিতে কেন্দ্রের সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা (ডলার) খরচ হয়?
উত্তর: সোনা।
95. জাতীয় খাদ্য সুরক্ষা মিশন শুরু হয় কবে?
উত্তর: ২০০৭-২০০৮ সালে।
96. কালোবাজারি প্রতিহত আইন চালু হয় কবে?
উত্তর: ১৯৮০ সালে।
97. অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী আইন চালু হয় কবে?
উত্তর: ১৯৫৫ সালে।
98. ভারতের কোন রাজ্যে VAT চালু হয়? প্রথম স
উত্তর: হরিয়ানা।
99. ভারতে মিড-ডে মিল কবে চালু হয়?
উত্তর: ১৯৯৫ সালে।
100. জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কবে বলবৎ হয়?
উত্তর: ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর।
101. ‘অ্যাবেকা’ কথার পুরো অর্থ কী?
উত্তর: অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন।
102. ‘মুক্তি ধারা’ নামে একটি নতুন জীবন ধারণের প্রকল্প চালু হয়েছে কোন জেলায়?
উত্তর: পুরুলিয়া।
103. আয়কর বিভাগের গৃহীত ‘PAN’ শব্দ বন্ধনের পুরো কথাটি কী?
উত্তর: Permanent Account No.