INDIA'S FIRST MEN STATIC GK IN BENGALI(ভারতের প্রথম পুরুষ) PART-1
Hello friends, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করছি FIRST INDIAN MEN STATIC GK IN BENGALI(ভারতের প্রথম পুরুষ) PART-1। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়েযাবে। আমরা জানি যে FIRST INDIAN MEN STATIC GK কতটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা বেশি দেরি না করে এই FIRST INDIAN MEN STATIC GK IN BENGALI(ভারতের প্রথম পুরুষ) PART-1 প্রশ্ন খাতায় লিখে নাও, ধন্যবাদ।
FIRST INDIAN MEN STATIC GK
→ কংগ্রেস সভাপতি :- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
→ রাষ্ট্রপতি:- ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
→ প্রধানমন্ত্রী : জওহরলাল নেহরু।
→ প্রধান সেনাপতি :- জেনারেল কে. এম. কারিয়াপ্পা।
→ ভারতীয় বিমানবাহিনীর প্রধান:-এয়ার মার্শাল সুব্রত মুখার্জী।
→ ভারতীয় গভর্নর :- লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।
→বিলাত যাত্রী : রাজা রামমোহন রায়।
→ আই. সি. এস. :- সত্যেন্দ্রনাথ ঠাকুর।
FIRST INDIAN MEN STATIC GK
→ ব্যারিস্টার :- স্যার নৃপেন্দ্রনাথ সরকার।
→আই. সি. এস.:- অতুলচন্দ্র চ্যাটার্জী।
→ নোবেল পুরস্কার পান :- রবীন্দ্রনাথ ঠাকুর।
→ ভারতীয় র্যাংলার :- আনন্দমোহন বসু।
→ হাইকোর্টের বিচারপতি :- রমাপ্রসাদ রায়।
→ লন্ডনের ডি.এস.সি. :- স্যার জগদীশচন্দ্র বসু।
→ ভারতীয় বড়লাট :- চক্রবর্তী রাজা গোপালাচারী।
→ হাইকোর্টের প্রধান বিচারপতি :- রমেশচন্দ্র মিত্র।
→ ভারতীয় মেডিকেল গ্র্যাজুয়েট :- মধুসূদন গুপ্ত।
→ ভারতের স্বাধীনতা সংগ্রামের শহীদ :- দামোদর হরি চাপেকর (১৮ই এপ্রিল ১৮৯৮
খ্রিস্টাব্দে ফাঁসি হয়)।
→ ভারতীয় I. P.S. :- গুডিভ চক্রবর্তী।
→ ভারতীয় বৈমানিক :- ইন্দ্রলাল রায়।
→ এ্যাডভোকেট জেনারেল :- বি. ডি. আয়েঙ্গার।
→ ইন্ডিয়ান কাউন্সিলের সভ্য :- কে. জি. গুপ্ত।
→ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য:- দাদাভাই নওরোজী।
→ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য :- গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
→ ডেপুটি ম্যাজিস্ট্রেট :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
→ কলিকাতা কর্পোরশনের মেয়র :- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
→ কেন্দ্রীয় আইনসভার সভাপতি :- ইব্রাহিম রহমত উল্লা।
→আই. সি. এস. পদত্যাগ :- সুভাষচন্দ্র বসু।
FIRST INDIAN MEN STATIC GK
→লেনিন পুরস্কার লাভ :- সইফউদ্দিন কিচলু।
→ টেস্ট ক্রিকেট খেলোয়াড় :- রণজিৎ সিংজী (ইংল্যান্ডের পক্ষে ১৮৯৬)।
→ নৌবাহিনী সেনাধ্যক্ষ : আই. ভি. কোঠারি।
→ সার্জেন জেনারেল :- মন্মথনাথ চৌধুরী।
→ জাতীয় অধ্যাপক:- সি. ভি. রমণ।
→ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় অধ্যাপক :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।
→ প্রিভি কাউন্সিলের সভ্য :- সৈয়দ আমির আলি।
→ সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী:- মিহির সেন।
→ইঞ্জিনীয়ার :- নীলমণি মিত্র।
→ ব্যারিস্টার :- জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।
→ রয়েল সোসাইটির ফেলো :- এ কারসেটজী।
→ মার্কিন কংগ্রেসের সভ্য :- দিলীপ সিংহ সৌন্দ।
→ চলচিত্র পরিচালক :- দাদাসাহেব ফালকে।
→ এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী :- রাধানাথ শিকদার।
→ এভারেস্ট শৃঙ্গে আরোহণকারী :- তেনজিং নোরকে।
→ ভূ-পর্যটক :- রামানাথ বিশ্বাস।
→ ভূ-তত্ত্ববিদ :- প্রমথনাথ বসু।
→ নৌকায় আন্দামান পাড়ি :- পিনাকী চ্যাটার্জী ও জর্জ ডিউক। চি
→বিদেশে নৃত্যকলায় :- উদয় শঙ্কর।
→ বিদেশে যাদু প্রদর্শনীতে :- পি. সি. সরকার। হুলীঃ ৪.৭।
→ ছায়াচিত্র পরিচালনায় :- সত্যজিৎ রায়।
→ ভারতীয় হাই কমিশনার :- অতুলচন্দ্র চট্টোপাধ্যায়।
→পি. আর. এস.:-স্যার আশুতোষ মুখোপাধ্যায়৷
→ কে.সি. আই. ই:-রাধাকান্ত দেব বাহাদুর।
→ গ্র্যাজুয়েট:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু (কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে) এবং বিশ্বনাথ পিল্লাই (মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে)।
→বিদেশে অভিনয়ে খ্যাতিলাভ করেন :- শিশির ভাদুড়ী।