50+ Geography General Knowledge Question Answer In Bengali(ভূগোল MCQ প্রশ্ন উত্তর) Part-4
Hello friends, কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো 50+ Geography General Knowledge Question Answer In Bengali(ভূগোল MCQ প্রশ্ন উত্তর) Part-4, যেটা তোমাদের সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ। Geography General Knowledge Question Answer থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আমরা জানি ভূগোল প্রশ্ন উত্তর কতটা গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য। তাই দেরি নাকরে 50+ Geography General Knowledge Question Answer In Bengali(ভূগোল MCQ প্রশ্ন উত্তর) Part-4 এর প্রশ্নগুলি খাতাই লিখে নিও।
50+ Geography General Knowledge Question Answer In Bengali(ভূগোল MCQ প্রশ্ন উত্তর) Part-4
1. সৌরজগতের বৃহত্তম গ্রহ হল—
(ক) বৃহস্পতি
(খ) মঙ্গল
(গ) বুধ
(ঘ) পৃথিবী
উত্তরঃ- (ক) বৃহস্পতি
2. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল—
(ক) পৃথিবী
(খ) বুধ
(গ) মঙ্গল
(ঘ) শুক্র
উত্তরঃ- (খ) বুধ
3. পৃথিবীর একটিমাত্র উপগ্রহ তার নাম
(ক) ইউরেনাস
(খ) সূর্য
(গ) চন্দ্ৰ
(ঘ) মঙ্গল
উত্তরঃ- (গ) চন্দ্ৰ
3. নীচের কোন্ গ্রহের কোনো উপগ্রহ নেই?
(ক) পৃথিবী
(খ) নেপচুন
(গ) মঙ্গল
(ঘ) বুধ
উত্তরঃ- (ঘ) বুধ
4. কোন্ গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি?
(ক) বৃহস্পতি
(খ) ইউরেনাস
(গ) শনি
(ঘ) নেপচুন
উত্তরঃ- (গ) শনি(82টি)
5. সৌরজগতের প্রধান কেন্দ্র হল
(ক) পৃথিবী
(খ) সূর্য
(গ) নক্ষত্র
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ- (খ) সূর্য
7. আলো আসতে কতটা সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে?
(ক) ৫ মিনিট
(খ) ৮.২ মিনিট
(গ) ৫.১ মিনিট
(ঘ) ১০ মিনিট
উত্তরঃ- (খ) ৮.২ মিনিট
৪. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায়—
(ক) ৭ কোটি কিমি
(খ) ১১ কোটি কিমি
(গ) ১৫ কোটি কিমি
(ঘ) ১৮ কোটি কিমি
উত্তরঃ- (গ) ১৫ কোটি কিমি
9. সবচেয়ে বেশি উত্তপ্ত গ্রহ হল—
(ক) বুধ
(খ) পৃথিবী
(গ) শুক্র
(ঘ) শনি
উত্তরঃ- (গ) শুক্র
10 সবচেয়ে শীতলতম গ্রহটি হল—
(ক) ইউরেনাস
(খ) বুধ
(গ) শনি
(ঘ) নেপচুন
উত্তরঃ- (ঘ) নেপচুন
11. পৃথিবীর একবার আবর্তনের কালকে বলে—
(ক) সৌরদিন
(খ) আহ্নিক গতি
(গ) সৌরবৎসর
(ঘ) বার্ষিক গতি
উত্তরঃ- (ক) সৌরদিন
12. পৃথিবীর আনুমানিক বয়স—
(ক) ২,৭৫৭ মিলিয়ন বর্ষ
(খ) ৪,৬০০ মিলিয়ন বর্ষ
(গ) ৩,৫০০ মিলিয়ন বর্ষ
(ঘ) ৫,০৫০ মিলিয়ন বর্ষ
উত্তরঃ- (খ) ৪,৬০০ মিলিয়ন বর্ষ
13. কতটা সময় লাগে পৃথিবীতে চাঁদের আল আসতে?
(ক) ১ সেকেন্ড
(খ) ১.৩ সেকেন্ড
(গ) ২ সেকেন্ড
(ঘ) ২.৩ সেকেন্ড
উত্তরঃ- (খ) ১.৩ সেকেন্ড
14. তাঁর নাম কি যিনি প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে?
(ক) অ্যারিস্টটল
(খ) কোপারনিকাশ
(গ) আইনস্টাইন
(ঘ) গ্যালিলিও
উত্তরঃ- (খ) কোপারনিকাশ
15. মহাবিষুব সংঘটিত হয়—
(ক) ২৩ মার্চ
(খ) ২১ সেপ্টেম্বর
(গ) ২৩ সেপ্টেম্বর
(ঘ) ২১ মার্চ
উত্তরঃ- (ঘ) ২১ মার্চ
50+ Geography General Knowledge Question Answer In Bengali(ভূগোল MCQ প্রশ্ন উত্তর) Part-4
16. জলবিষুব সংঘটিত হয়—
(ক) ২২ ডিসেম্বর
(খ) ২১ জুন
(গ) ২৩ সেপ্টেম্বর
(ঘ) ২১ ডিসেম্বর
উত্তরঃ- (গ) ২৩ সেপ্টেম্বর
17. দিনরাত্রি কোন্ গতির জন্য হয়?
(ক) অভিকর্ষ গতি
(খ) আহ্নিক গতি
(গ) পরিক্রমণ গতি
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ- (খ) আহ্নিক গতি
18. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?
(ক) প্রায় ১০০ বছর
(খ) প্রায় ৬৬ বছর
(গ) প্রায় ৭৬ বছর
(ঘ) প্রায় ৫৬ বছর
উত্তরঃ- (গ) প্রায় ৭৬ বছর
19. সূর্য গ্রহণ কখন হয়?
(ক) যখন সূর্য পৃথিবী চাঁদ
(খ) চাঁদ পৃথিবী যখন সমকোণে আসে
(গ) যখন সূর্য পৃথিবী চাঁদ
(ঘ) যখন চাঁদ সূর্য ও পৃথিবী
উত্তরঃ- যখন চাঁদ সূর্য ও পৃথিবী
20. চন্দ্ৰ গ্ৰহণ কখন হয়?
(ক) যখন সূর্য পৃথিবী চাঁদ
(খ) যখন চাঁদ সূর্য ও পৃথিবী
(গ) যখন সূর্য পৃথিবী চাঁদ
(ঘ) চাঁদ পৃথিবী যখন সমকোণে আসে
উত্তরঃ- (ক) (ক) যখন সূর্য পৃথিবী চাঁদ
21. গ্রহদের আলোর উৎস
(ক) পৃথিবী
(খ) চন্দ্ৰ
(গ) সূর্য
(ঘ) মঙ্গল
উত্তরঃ- (গ) সূর্য
22. পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দূরত্বের একক কী?
(ক) মাইল
(খ) আলোকবর্ষ
(গ) কিলোমিটার
(ঘ) নটিক্যাল মাইন
উত্তরঃ- (খ) আলোকবর্ষ
23. ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয়েছে নীচের কোন্শ হরের ভিত্তিতে?
(ক) এলাহাবাদ
(খ) চেন্নাই
(গ) কলকাতা
(ঘ) শ্রীনগর
উত্তরঃ- (ক) এলাহাবাদ
24. সেই যন্ত্রের নাম কি যেটার সাহায্যে গ্রিনিচের সময় নির্ণয় করা হয়,
(ক) অ্যানিমোমিটার
(খ) সেক্সট্যান্ট
(গ) ব্রুনোমিটার
(ঘ) ম্যানোমিটার
উত্তরঃ- (গ) ব্রুনোমিটার
25. কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তাঁর নাম কি?
(ক) অ্যামমিটার
(খ) সেক্সট্যান্ট
(গ) স্ফিগমোগ্রাফ
(ঘ) পাইরোমিটার
উত্তরঃ- (খ) সেক্সট্যান্ট
26. কোন্ গতির ফলে ঋতু পরিবর্তন হয়?
(ক) আহ্নিক গতি
(খ) আপাত দৈনিক গতি
(গ) বার্ষিক গতি
(ঘ) আবর্তন গতি
উত্তরঃ- (গ) বার্ষিক গতি
27. দুটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যবর্তী ব্যবধান কত?
(ক) ২৩ ঘণ্টা ৮ মিনিট
(খ) ৩০ ঘণ্টা
(গ) ৫২ ঘণ্টা
(ঘ) ২৪ ঘণ্টা ৫২ মিনিট
উত্তরঃ- (ঘ) ২৪ ঘণ্টা ৫২ মিনিট
28. সময়ের ব্যবধান কত থাকে কটি জোয়ার ও একটি ভাটার মধ্যে?
(ক) ৬ ঘণ্টা ১৩ মিনিট
(খ) ২৪ ঘণ্টা ৫২ মিনিট
(গ) ১২ ঘণ্টা ২৬ মিনিট
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (ক) ৬ ঘণ্টা ১৩ মিনিট
29. ভূগর্ভে যেখানে ভূকম্পনের উৎপত্তি হয় বলে-
(ক) ভূমিকম্পের কেন্দ্র
(খ) শাখা কেন্দ্ৰ
(গ) উপকেন্দ্ৰ
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ- (ক) ভূমিকম্পের কেন্দ্র
30. ভূমিকম্পের তীব্রতা নির্ণয় স্কেল হল—
(ক) ব্রুনোমিটার
(খ) রিখটার স্কেল
(গ) ব্যারোমিটার
(ঘ) থার্মোমিটার
উত্তরঃ- (খ) রিখটার স্কেল
50+ Geography General Knowledge Question Answer In Bengali(ভূগোল MCQ প্রশ্ন উত্তর) Part-4
31. ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে কী বলে?
(ক) টর্নেডো
(খ) হ্যারিকেন
(গ) সুনামি
(ঘ) ঘূর্ণবাত
উত্তরঃ- (গ) সুনামি
32. ভূমিকম্পের দেশ বলা হয়—
(ক) জাপানকে
(খ) ইন্দোনেশিয়াকে
(গ) মায়ানমারকে
(ঘ) কোরিয়াকে
উত্তরঃ- (ক) জাপানকে
33. ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ কী নামে পরিচিত?
(ক) প্লুটোনিক
(খ) লাভা
(গ) রূপান্তরিত শিলা
(ঘ) ম্যাগমা
উত্তরঃ- (ঘ) ম্যাগমা
34. কোন শিলায় স্তর থাকে না?
(ক) স্তরীভূত শিলায়
(খ) আগ্নেয় শিলায়
(গ) পাললিক শিলায়
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ- (খ) আগ্নেয় শিলায়
35. পৃথিবীর প্রাচীনতম শিলা হল—
(ক) পাললিক শিলা
(খ) কেলাসিত শিলা
(গ) রূপান্তরিত শিলা
(ঘ) আগ্নেয় শিলা
উত্তরঃ- (ঘ) আগ্নেয় শিলা
36. কোন্ শিলায় জীবাশ্ম থাকে না?
(ক) আগ্নেয় শিলায়
(খ) রূপান্তরিত শিলায়
(গ) পাললিক শিলায়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (ক) আগ্নেয় শিলায়
37. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন্ পাথরে পরিণত হয়?
(ক) স্লেট
(খ) শ্বেতপাথর
(গ) নিস
(ঘ) কোয়ার্টজাইট
উত্তরঃ- (গ) নিস
38. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটি হল—
(ক) হিমালয়
(খ) অ্যান্ডিজ
(গ) রকি
(ঘ) আল্পস
উত্তরঃ- (ঘ) আল্পস
39. হিমালয় পর্বতমালাটি—
(ক) নবীন ভঙ্গিল পর্বতমালা
(খ) প্রাচীন ভঙ্গিল পর্বতমালা
(গ) সঞ্চয়জাত পর্বতমালা
(ঘ) ক্ষয়জাত পর্বতমালা
উত্তরঃ- (ক) নবীন ভঙ্গিল পর্বতমালা
40 ফুজিয়ামা আগ্নেয় পর্বত আছে—
(ক) আমেরিকাতে
(খ) জাপানে
(গ) চিনে
(ঘ) ফ্রান্সে
উত্তরঃ-(খ) জাপানে
41. প্রায় সমভূমির অনুচ্চ পাহাড়গুলিকে বলে—
(ক) মোনাডক
(খ) বাজাদা
(গ) ইনগেলবার্জ
(ঘ) হামাদা
উত্তরঃ-(গ) ইনগেলবার্জ
42. একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হল
(ক) ইতালির ভিসুভিয়াস
(খ) ভারতের ব্যারেন
(গ) মায়ানমারের পোপ
(ঘ) জাপানের ফুজিয়ামা
উত্তরঃ-(ঘ) জাপানের ফুজিয়ামা
43, পৃথিবীর ছাদ বলা হয়—
(ক) তিব্বত মালভূমিকে
(খ) ছোটনাগপুর মালভূমিকে
(গ) দাক্ষিণাত্যের মালভূমিকে
(ঘ) পামির মালভূমিকে
উত্তরঃ-(ঘ) পামির মালভূমিকে
44 ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে?
(ক) হিমবাহ অঞ্চলে
(খ) মরুদ্যানে
(গ) মালভূমি অঞ্চলে
(ঘ) নদীর পার্বত্য প্রবাহে
উত্তরঃ-(ক) হিমবাহ অঞ্চলে
45.মেজিলা গিরিপথ অবস্থিত—
(ক) হিমাদ্রি হিমালয়ে
(খ) হিমাচল হিমালয়ে
(গ) শিবালিক হিমালয়ে
(ঘ) ট্রান্স হিমালয়ে
উত্তরঃ-(ক) হিমাদ্রি হিমালয়ে
46, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?
(ক) ডাল
(গ) বিউয়া
(খ) বৈকাল
(ঘ) কাস্পিয়ান সাগর
উত্তরঃ-(খ) বৈকাল
46. জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
(ক) আমাজন
(খ) নীল
(গ) মিসিসিপি
(ঘ) হোয়াংহো
উত্তরঃ-(খ) নীল
48. পৃথিবীর বৃহত্তম মুরভূমিটি হল—
(ক) থর মরুভূমি
(খ) গোবি মরুভূমি
(গ) সাহারা মরুভূমি
(ঘ) কালাহারি মরুভূমি
উত্তরঃ-(গ) সাহারা মরুভূমি
49.ডিমের ঝুড়ি বলা হয়—
(ক) এসকার অধ্যুষিত অঞ্চলকে
(খ) ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে
(গ) আগামুক অধ্যুষিত অঞ্চলকে
(ঘ) এগুলির কোনোটাই নয়
উত্তরঃ-(খ) ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে
50. বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
(ক) সুপিরিয়র
(খ) ভিক্টোরিয়া
(গ) কাস্পিয়ান সাগর
(ঘ) টিটিকাকা
উত্তরঃ-(ক) সুপিরিয়র
50+ Geography General Knowledge Question Answer In Bengali(ভূগোল MCQ প্রশ্ন উত্তর) Part-4
51. ভূমধ্যসাগরের চাবি' কাকে বলে?
(ক) সুয়েজ খালকে
(খ) তুরস্ককে
(গ) জিব্রাল্টার প্রণালীকে
(ঘ) ইজিপ্টকে
উত্তরঃ-(গ) জিব্রাল্টার প্রণালীকে
52. পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল
(ক) আফ্রিকা
(খ) অস্ট্রেলিয়া
(গ) ইউরোপ
(ঘ) এশিয়া
উত্তরঃ-(ঘ) এশিয়া
53. পৃথিবীর কোন্ অঞ্চলে সব থেকে বড়ো রেনফরেস্ট অবস্থিত?
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) অস্ট্রেলিয়া
(গ) আফ্রিকা
(ঘ) সাইবেরিয়া
উত্তরঃ-(ক) দক্ষিণ আফ্রিকা
54. পৃথিবীর একমাত্র মহাদেশের নাম বল যেখানে শহরকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে?
(ক) আফ্রিকা
(খ) ওসিয়ানিয়া
(গ) এশিয়া
(ঘ) আমেরিকা
উত্তরঃ-(খ) ওসিয়ানিয়া
55. ভাসমান শহর কাকে বলা হয়?
(ক) মিলান
(খ) ট্রিয়েস্ট
(গ) তুরিন
(ঘ) ভেনিস
উত্তরঃ-(ঘ) ভেনিস
56. কোন্ সালে মানুষ সর্বপ্রথম চন্দ্রে অবতরণ করে?
(ক) ১৯৫৬ সালে
(খ) ১৯৭৯ সালে
(গ) ১৯৬৯ সালে
(ঘ) ১৯৮৯ সালে
উত্তরঃ-(গ) ১৯৬৯ সালে
5. সার্কের সদর দপ্তর
(ক) কলম্বো
(খ) কাঠমান্ডু
(গ) ঢাকা
(ঘ) নতুন দিল্লি
উত্তরঃ-(খ) কাঠমান্ডু
58. ‘হোয়াইট হাউস’ কোথায় অবস্থিত?
(ক) লন্ডনে
(খ) প্যারিসে
(গ) ওয়াশিংটনে
(ঘ) মস্কোতে
উত্তরঃ-(গ) ওয়াশিংটনে
59. তাইওয়ান পূর্বে কী নামে পরিচিত ছিল?
(ক) ফরমোসা
(খ) পিকিং
(গ) হংকং
(ঘ) থাইল্যান্ড
উত্তরঃ-(ক) ফরমোসা
পৃথিবীতে কোন্ ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে?
(ক) হিন্দি
(খ) চাইনিজ
(গ) ইংরেজি
(ঘ) পোর্তুগিজ
উত্তরঃ- (খ) চাইনিজ