Ads Area

Local Government System and Administration Gk Questions In Bengali(স্থানীয় স্বাসন বাবস্থা ও প্রশাসন)

 Local Government System and Administration Gk Questions In Bengali(স্থানীয় স্বাসন বাবস্থা ও প্রশাসন)

Local Government System and Administration Gk Questions In Bengali(স্থানীয় স্বাসন বাবস্থা ও প্রশাসন)

Hello friends, আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের কাছে নিয়ে এসেছি, জেতার নাম Local Government System and Administration Gk Questions In Bengali(স্থানীয় স্বাসন বাবস্থা ও প্রশাসন)। পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি Local Government System and Administration Gk Questions In Bengali এই অধ্যায়ে। আশা করছি তোমাদের এই স্থানীয় স্বাসন বাবস্থা ও প্রশাসন অধ্যায়টি তোমাদের উপকারে লাগবে, ধন্যবাদ। 

Local Government System and Administration Gk Questions In Bengali(স্থানীয় স্বাসন বাবস্থা ও প্রশাসন)


>১। স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলিকে কী কী ভাগে ভাগ করা যায়?

উত্তর: গ্রামীণ ও পৌর।

>২। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কী কী?

 উত্তর : (ক) গ্রাম পঞ্চায়েত, (খ) পঞ্চায়েত সমিতি ও (গ) জেলা পরিষদ। 

>৩। কোন আইনে পঞ্চায়েত নির্বাচন পাঁচ বছর অন্তর করা বাধ্যতামূলক করা হয়েছে? 

উত্তর: ১৯৯১ খ্রিস্টাব্দের ৭৩তম সংবিধান সংশোধনী আইনে।

>৪। কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যসংখ্যা কে স্থির করেন? 

 উত্তর : রাজ্যসরকার নিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক।

>৫। গ্রাম সংসদের বাৎসরিক সভা কোন্ মাসে অনুষ্ঠিত হয়?

উত্তর : সাধারণত মে মাসে। 

>৬। পঞ্চায়েতের যে-কোনো স্তরের সদস্য হতে হলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?

উত্তর : ২১ বছর।

>৭। গ্রাম পঞ্চায়েতের মিটিং-এর জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়?

উত্তর : ৭ দিন আগে।

>৮। গ্রামের অর্থনৈতিক উন্নতির জন্য কোন্ কোন্অ গ্রাধিকার পাবে তা কে নির্ধারণ করে?

উত্তর : গ্রাম সংসদ।

>৯। গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ কী?

উত্তর: গ্রামের অর্থনৈতিক জীবনের উন্নতি সাধনের সামাজিক সুবিচারের নিশ্চয়তা প্রদান।

> ১০। ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি মামলার এক্তিয়ার সর্বোচ্চ কত টাকার মধ্যে সীমিত?

উত্তর: ২৫০ টাকা।

> ১১। ন্যায় পঞ্চায়েতের সদস্যদের কী বলে?

উত্তর: বিচারক।

> ১২। গ্রাম পঞ্চায়েতের একটি অবশ্য পালনীয় কাজের উল্লেখ করো।

উত্তর : আবর্জনা ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা।

> ১৩। গ্রাম পঞ্চায়েতের একটি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো।

উত্তর : রাস্তায় আলোর ব্যবস্থা করা।

> ১৪।গ্রামপঞ্চায়েতের একটি অর্পিত কার্যাবলির উল্লেখ করো।

উত্তর : জলসেচের ব্যবস্থা করা।

> ১৫। ন্যায় পজ্ঞায়েত কী? 

উত্তর : বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালত।

> ১৬। ন্যায় পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? 

উত্তর : বিচারকদের মধ্যে থেকে নির্বাচিত একজন প্রধান বিচারক।

> ১৭। ন্যায় পঞ্চায়েত কী ধরনের মামলার বিচার করতে পারে?

উত্তর : দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার।

> ১৮। পঞ্চায়েত সমিতিতে পদাধিকার বলে কারা সদস্যপদ লাভ করেন? 

উত্তর: সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ এবং মন্ত্রী ছাড়া এলাকার বসবাসকারী বিধানসভা, লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ।

> ১৯। কোনো পঞ্চায়েত সমিতির মেয়াদ ৬ মাসের অধিককাল বাড়াতে হলে কী করতে হবে?

উত্তর : ওই মর্মে রাজ্য আইনসভা কর্তৃক প্রয়োজনীয় আইনের সংশোধনের মাধ্যমে করতে হবে।

২০। কয়দিনের নোটিশ দিয়ে সভা ডাকতে হবে পঞ্চায়েত সমিতিতে জরুরি সভা ডাকতে হলে?

উত্তর: ৩ দিনের।

Local Government System and Administration Gk Questions In Bengali(স্থানীয় স্বাসন বাবস্থা ও প্রশাসন)


> ২১। পঞ্চায়েত সমিতির প্রধান কাজ কী? 

উত্তর: ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনাগুলির মধ্যে সমন্বয়সাধন করা। 

> ২২। ব্লকে পরামর্শদাতা কমিটি গঠন করে কে?

উত্তর: জেলা শাসক।

> ২৩। পঞ্চায়েত সমিতির প্রত্যেক স্থায়ী সমিতির সদস্যপদ পদাধিকার বলে কে লাভ করেন?

উত্তর : পঞ্চায়েত সমিতির সভাপতি। 

> ২৪। পঞ্চায়েত সমিতির কোন্ কোন্ সদস্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হতে পারেন না?

উত্তর : লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার কোনো সদস্য।

> ২৫। পঞ্চায়েত সমিতির আয়ের একটি উৎস উল্লেখ

করো। উত্তর:যানবাহন ও জন্তু-জানোয়ারের ওপর ধার্য শুল্ক, হাট-বাজারের ওপর ধার্য লাইসেন্স ফি 

>২৬। পঞ্চায়েত সমিতি পূর্বে কী নামে পরিচিত ছিল?

উত্তর: আঞ্চলিক পরিষদ।

> ২৭। প্রতিটি জেলায় কয়টি করে জেলা পরিষদ থাকে?

উত্তর: একটি করে।

> ২৮। জেলা পরিষদের সভাধিপতি কীভাবে নির্বাচিত হন? 

উত্তর: নবগঠিত জেলা পরিষদের প্রথম বৈধ সভায় সদস্যরা নিজেদের মধ্যে থেকে সভাধিপতি ও 

সহসভাধিপতি নির্বাচিত করেন।

>২৯। জেলা পরিষদের কোন কোন সদস্য সভাধিপতি ও সহসভাধিপতি পদে নির্বাচিত হতে পারে না?

উত্তর : জেলা পরিষদের সদস্যদের মধ্যে বিধানসভা, লোকসভা বা রাজ্যসভার সদস্যগণ।

>৩০। জেলাপরিষদের একটি স্থায়ী সমিতির নাম লেখো।

 উত্তর : কৃষি ও সমবায় স্থায়ী সমিতি।

> ৩১। পশ্চিমবঙ্গের কোন্ দুটি জেলায় জেলা পরিষদ নেই? 

উত্তর : কলকাতা ও দার্জিলিং-এ।

> ৩২। ভারতের কোন রাজ্যের জেলা পরিষদকে মহকুমা পরিষদ বলে?

উত্তর ঃ অসম রাজ্যের জেলা পরিষদকে। 

> ৩৩। পশ্চিমবঙ্গের কোথায় ‘মহকুমা পরিষদ' রয়েছে?

উত্তর: শিলিগুড়িতে।

> ৩৪। শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কী নামে পরিচিত?

উত্তর: পৌরসভা।

> ৩৫। পৌরসভার সদস্যদের কী বলে?

উত্তর : কমিশনার (নতুন আইনে কাউন্সিলার বলা হয়েছে)।

> ৩৬। মাদ্রাজে কোন সালে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপিত হয়?

উত্তর: ১৬৮৭ সালে।

> ৩৭। প্রথম কত সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপিত হয় বোম্বাই (মুম্বই) ও কলকাতায় ?

উত্তর: ১৭২৬ সালে।

> ৩৮ কলকাতা কর্পোরেশনের আসনসংখ্যা কত?

 উত্তর : মোট ১৫০টি।

>৩৯।কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থার নাম কী?

উত্তর: ‘স-পরিষদ মেয়র'।

> ৪০। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?

উত্তর: চিত্তরঞ্জন দাশ।

Local Government System and Administration Gk Questions In Bengali(স্থানীয় স্বাসন বাবস্থা ও প্রশাসন)


> ৪১।কোন্ আইনে পৌর নির্বাচনগুলিকে রাজ্য- সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে মুক্ত করার 

জন্য ‘রাজ্য নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করা হয়েছে?

উত্তর: ৭৪তম সংবিধান সংশোধনী আইনে (১৯৯২)।

> ৪২। ৭৪-তম সংবিধান সংশোধনী আইনে কয় ধরনের সদস্য নিয়ে পৌরসভা গঠনের কথা বলা 

হয়েছে?

উত্তর: ছয় ধরনের।

> ৪৩।  এমন একটি  জেলার নাম উল্লেখ করো যেটি পশ্চিমবঙ্গের একটি শিল্পোন্নত।

উত্তর: হাওড়া।

> ৪৪। জেলা প্রশাসন কী কী কাজের সঙ্গে যুক্ত থাকে? 

উত্তর : জেলার সবরকম উন্নয়নমূলক কাজের সঙ্গে। 

> ৪৫। জেলার সরকারি কোষাগারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?

উত্তর: জেলা শাসকের।

> ৪৬। মহকুমা শাসক কাদের মধ্যে থেকে নিযুক্ত হন? 

উত্তর : সাধারণত ভারতীয় প্রশাসনিক কৃত্যক থেকে। তবে রাজ্য জনপালনকৃত্যক থেকেও নিয়োগের 

ব্যবস্থা আছে।

> ৪৭। মহকুমা শাসকের একটি প্রশাসনিক কাজের উল্লেখ করো।

উত্তর: পুলিশের ওপর তদারকি করা। 

> ৪৮। মহকুমা শাসকের একটি উন্নয়নমূলক কাজের উল্লেখ করো। 

উত্তর : অধিক খাদ্য উৎপাদনের জন্য-পরিকল্পনা রচনা করা।

> ৪৯। ব্লক উন্নয়ন আধিকারিক পদাধিকারী হিসেবে কার পদমর্যাদার অধিকারী? 

উত্তর : একজন সাব-ডেপুটি ম্যাজিস্ট্রেট-এর।

> ৫০। জেলাশাসক বিচারবিভাগীয় কিছু কার্য সম্পাদন করে—তার মধ্যে একটি উল্লেখ করো।

উত্তর : শ্রমবিরোধ সমস্যার সমাধান।

> ৫২। কিসের ভিত্তিতে ব্লকের সংখ্যা নির্ধারণ করা হয়?

উত্তর : জেলার আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে।

Post a Comment

0 Comments

Ads Area