50+ History MCQ Questions Answer In Bengali(ইতিহাস প্রস্নউত্তর MCQ)
Hello friends, আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি 50+ History General Knowledge MCQ Questions Answer In Bengali(ইতিহাস প্রস্নউত্তর MCQ)। এটি তোমাদের সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবিই গুরুত্বপূর্ণ। তোমরা এই 50+ History General Knowledge থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আশা করছি তোমাদের এই 50+ History General Knowledge MCQ Questions Answer In Bengali(ইতিহাস প্রস্নউত্তর MCQ) তথ্যটি খুবি ভালো লেগেছে।
50+ History General Knowledge MCQ Questions Answer In Bengali(ইতিহাস প্রস্নউত্তর MCQ)
1.ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন—
(ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায় মার্শাল
(খ) স্যার জন
(গ) 'দায়ারাম সাহানি
(ঘ) ভিনসেন্ট স্মিথ
উত্তরঃ- (ঘ) ভিনসেন্ট স্মিথ
2. ‘বৃহত্তর ভারত' নামে পরিচিত—
(ক) উত্তর-পশ্চিম এশিয়া
(খ) দক্ষিণ-পশ্চিম এশিয়া
(গ) দক্ষিণ-পূর্ব এশিয়া
(ঘ) উত্তর-পূর্ব এশিয়া
উত্তরঃ- (গ) দক্ষিণ-পূর্ব এশিয়া
3. নীলনদের দান বলা হয় -
(ক) সিন্ধু সভ্যতাকে
(খ) মিশরীয় সভ্যতাকে
(গ) সুমেরিয় সভ্যতাকে
(ঘ) মেসোপটেমিয়া সভ্যতাকে
উত্তরঃ- (খ) মিশরীয় সভ্যতাকে
4. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী?
(ক) মেহেরগড় সভ্যতা
(খ) সুমেরিয় সভ্যতা
(গ) সিন্ধু সভ্যতা
(ঘ) মেসোপটেমিয়া সভ্যতা
উত্তরঃ- (ক) মেহেরগড় সভ্যতা
5. মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
(ক) ১৯২২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৪ খ্রিস্টাব্দে
(ধ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ-(ধ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
6.মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?
(ক) প্রাচীন প্রস্তর যুগের
(খ) নব্য প্রস্তর যুগের
(গ) মধ্য প্রস্তর যুগের
(ঘ) তাম্র প্রস্তর যুগের
উত্তরঃ- (খ) নব্য প্রস্তর যুগের
7. হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়—
(ক) ১৯২১ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ-(ক) ১৯২১ খ্রিস্টাব্দে
৪. হরপ্পা সভ্যতা কোন্ যুগের সভ্যতা?
(ক) নব্য প্রস্তর যুগের
(খ) প্রাচীন প্রস্তর যুগের
(গ) তাম্র প্রস্তর যুগের
(ঘ) মধ্য প্রস্তর যুগের
উত্তরঃ-(গ) তাম্র প্রস্তর যুগের
9. সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটির ব্যবহার শুরু করে তার নাম
(ক) ব্রোঞ্জ
(খ) লোহা
(গ) তামা
(ঘ) সোনা
উত্তরঃ-(ক) ব্রোঞ্জ
10. ভারতে শিল্পের সূচনা হয়—
(ক) কুষান রাজত্ব থেকে
(খ) সিন্ধুসভ্যতার সময় থেকে
(গ) গুপ্তযুগ থেকে
(ঘ) হর্ষবর্ধনের রাজত্বকাল থেকে
·উত্তরঃ- (খ) সিন্ধুসভ্যতার সময় থেকে
11 সিন্ধু সভ্যতায় যে প্রাণীর ব্যবহার ছিল না, তা হলে
(ক) ষাঁড়
(খ) হরিণ
(গ) অশ্ব
(ঘ) কুকুর
উত্তরঃ-(গ) অশ্ব
12. সিন্ধু সভ্যতার অঞ্চলে একটি পোতাশ্রয় আবিষ্কৃত হয়েছিল—
(ক) হরপ্পায়
(খ) লোথালে
(গ) কালিবঙ্গাল-এ
(ঘ) রূপার-এ
উত্তরঃ-(খ) লোথালে
13, মহেনজোদারো স্থানটি কোথায় অবস্থিত?
(ক) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়
(খ) লোথালে
(গ) লাহোরে
(ঘ) পাঞ্জাবের মন্টেগোমারিতে
উত্তরঃ-(ক) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়
14. সিন্ধু সভ্যতার সঙ্গে অপরাপর কোন্ সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল?
(ক) ব্যাবলনিয় সভ্যতার
(খ) রোমান সভ্যতার
(গ) চিন সভ্যতার
(ঘ) সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতার
উত্তরঃ-(ঘ) সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতার
15. মহেঞ্জোদারোতে শিলমোহরের ওপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা
কীসের মূর্তি?
(ক) বিষুর আদি মূর্তি
(খ) ব্রহ্মার মূর্তি
(গ) শিবের আদি মূর্তি
(ঘ) দেবী মূর্তি
উত্তরঃ-(গ) শিবের আদি মূর্তি
50+ History General Knowledge MCQ Questions Answer In Bengali(ইতিহাস প্রস্নউত্তর MCQ)
16. কোন্ শব্দের অর্থ হল ‘কৃষিকাজ’?
(ক) আর্য
(গ) পুর
(খ) নিষ্ক
(ঘ) বালি
উত্তরঃ-(ক) আর্য
17. আর্যরা ভারতের কোথায় প্রথম তাদের বসতি বিস্তার করেছিল?
(ক) গান্ধার-এ
(খ) সপ্তসিন্ধু অঞ্চলে
(গ) গাঙ্গেয় উপত্যকায়
(ঘ) শতদ্রু নদীর উপত্যকায়
উত্তরঃ-(খ) সপ্তসিন্ধু অঞ্চলে
18. উপনিষদ বেদের
(ক) প্রথম ভাগ
(খ) তৃতীয় ভাগ
(গ) মধ্যভাগ
(ঘ) শেষভাগ
উত্তরঃ-(ঘ) শেষভাগ
19. বেদকে বলা হয়
(ক) সংহিতা
(খ) সূর্য বন্দনা
(গ) অপৌরুষেয়
(ঘ) ত্রয়ী
উত্তরঃ-(গ) অপৌরুষেয়
20. বেদকে কেন্দ্র করে যে ধর্মগ্রন্থগুলি রচিত হয় তাকে বলে?
(ক) পিটক
(খ) উপশ্রম
গ) সূত্র বা ধর্মসূত্র
(ঘ) দর্শন
উত্তরঃ-গ) সূত্র বা ধর্মসূত্র
21. বেদাঙ্গের অন্য নাম
(ক) সূত্র সাহিত্য
(খ) সাহায্যকারী শাস্ত্র
(গ) মণ্ডল
(ঘ) ঈশ্বরের বাণী
উত্তরঃ-(ক) সূত্র সাহিত্য
22. বৈদিক যুগে ‘পানি’ বলা হত—
(ক) স্বর্ণকারদের
(খ) এক শ্রেণির ব্যবসায়ীকে
(গ) তন্তুবায়কে
(ঘ) একশ্রেণির পুরোহিতকে
উত্তরঃ-(ঘ) একশ্রেণির পুরোহিতকে
23. বৈদিক যুগে স্বর্ণমুদ্রার নাম
(ক) ভাগ
(খ) পঞ্চশীল
(গ) নিষ্ক
(ঘ) কোনেটিই নয়
উত্তরঃ-(গ) নিষ্ক
24. ‘সভা’ ও ‘সমিতি’-এ দুটি কোন্ যুগের সঙ্গে সম্পৃক্ত?
(ক) মৌর্য
(খ) বৈদিক
(গ) গুপ্ত
(ঘ) কুষাণ
উত্তরঃ-(খ) বৈদিক
25. ‘মনা’ কোন্ যুগের ব্যবহৃত মুদ্রা?
(ক) বৈদিক যুগের
(খ) কুষাণ যুগের
(গ) গুপ্ত যুগের
(ঘ) মহম্মদ বিন তুঘলক প্রচলিত মুদ্রা
উত্তরঃ-(ক) বৈদিক যুগের
26 বেদের অপর নাম কী?
(ক) সাম
(খ) শ্রুতি
(গ) ঋক
(ঘ) স্মৃতি
উত্তরঃ-(খ) শ্রুতি
27. জৈন ধর্মের প্রথম তীর্থংকর বলা হয় কাকে?
(ক) বর্ধমন মহাবীরকে
(খ) ঋিসভনাথ
(গ) পার্শ্বনাথকে
(ঘ) বুদ্ধদেবকে
উত্তরঃ-(খ) ঋিসভনাথ
28. মহাবীরকে পূর্বে কতজন তীর্থংকর ছিলেন?
(ক) ২২ জন
(খ) ২৬ জন
(গ) ২৩ জন
(ঘ) ২৮ জন
উত্তরঃ-(গ) ২৩ জন
29. কল্প সূত্র হল
(ক) পার্সি গ্রন্থ
(খ) হিন্দু গ্রন্থ
(গ) বৌদ্ধ গ্রন্থ
(ঘ) জৈন গ্ৰন্থ
উত্তরঃ-(ঘ) জৈন গ্ৰন্থ
30. মহাবীর কোন গুরুর নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন?
(ক) গোখাল
(খ) পার্শ্বনাথ
(গ) ঋষভ
(ঘ) গৌতম
উত্তরঃ-(ক) গোখাল
50+ History General Knowledge MCQ Questions Answer In Bengali(ইতিহাস প্রস্নউত্তর MCQ)
31. মহাবীর কোথায় দেহত্যাগ করেন?
(ক) বৈশালী
(খ) পাবা
(গ) পাটনা
(ঘ) পাটলিপুত্ৰ
উত্তরঃ-(খ) পাবা
32. জৈন সাহিত্য কোন ভাষায় লেখা ?
(ক) মাগধী
(খ) অর্ধপ্রাকৃত
(গ) অর্ধ মাগধী বা প্রাকৃত
(ঘ) সৌরসেনী
উত্তরঃ-(গ) অর্ধ মাগধী বা প্রাকৃত
33. জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম
(ক) ত্রিপিটক
(খ) দ্বাদশ অঙ্গ
(গ) ত্রিরত্ন
(ঘ) জেন্দ আবেস্তা
উত্তরঃ-(ঘ) জেন্দ আবেস্তা
34. মহাবীরের ধর্মনীতিগুলি পরিচিত ছিল—
(ক) পার্বন নামে
(খ) দিগম্বর নামে
(গ) আগম নামে
(ঘ) শ্বেতাম্বর নামে
উত্তরঃ-(গ) আগম নামে
35. বুদ্ধদেবের গৃহত্যাগ বৌদ্ধ ইতিহাসে কী নামে খ্যাত?
(ক) মহানিষ্ক্ৰমণ
(খ) সম্যক সমাধি
(গ) মহাপরিনির্বাণ
(ঘ) বোধি বৃক্ষ
উত্তরঃ-(ক) মহানিষ্ক্ৰমণ
36. গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে ছাতকোন্ নামে পরিচিত?
(ক) ভেরী ঘোষ
(খ) ধর্মচক্র প্রবর্তন
(গ) মহাভিনিষ্ক্রমণ
(ঘ) অষ্টাঙ্গিক মার্গ
উত্তরঃ-(খ) ধর্মচক্র প্রবর্তন
37. বৌদ্ধ মঠকে কী বলে?
(ক) মন্দির
(খ) নির্বাণ
(গ) বিহার
(ঘ) গির্জা
উত্তরঃ-(গ) বিহার
38, বুদ্ধদেব তাঁর ধর্মমত প্রচার করেন—
(ক) পালি ভাষায়
(খ) হিন্দিতে
(গ) গ্রিক ভাষায়
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ-(ক) পালি ভাষায়
39. নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন—
(ক) ফাহিয়েন
(খ) অশ্ব ঘোষ
(গ) মিনান্দার
(ঘ) এদের কেউ নন
উত্তরঃ-(খ) অশ্ব ঘোষ
40. বৌদ্ধরা গৌতমবুদ্ধর দেহত্যাগকে কী বলেন?
(ক) মহানিষ্ক্রমণ
(খ) মঝঝিম পন্থা
(গ) মহাপরিনির্বাণ
(ঘ) মহাসংঘিকা
উত্তরঃ-(গ) মহাপরিনির্বাণ
41. ভারতবর্ষে মোট কয়টি বৌদ্ধ সংগ্রীতি অনুষ্ঠিত হয়?
(ক) ২টি
(খ) ৪টি
(গ) ৩টি
(ঘ) ৬টি
উত্তরঃ-(খ) ৪টি
42. বুদ্ধদেবের দেহাবশেষ যেখানে সংরক্ষিত আছে তার নাম
(ক) চৈত্য
(খ) মঠ
(গ) বিহার
ঘ) স্তূপ
উত্তরঃ-ঘ) স্তূপ
43. প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?
(ক) রাজগৃহে
(খ) পাটলিপুত্রে
(গ) কলিঙ্গে
(ঘ) বৈশালীতে
উত্তরঃ-(ক) রাজগৃহে
44. কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়?
(ক) অশোক
(খ) অজাতশত্রু
(গ) কনিস্ক
(ঘ) প্রসেনজিৎ
উত্তরঃ-(খ) অজাতশত্রু
45. ‘সবে মুনিষে পজা মম'- উক্তিটি—
(ক) মহাবীরের
(খ) বুদ্ধদেবের
(গ) অশোকের
(ঘ) বিম্বিসারের
উত্তরঃ-(গ) অশোকের
46. প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন—
(ক) সম্রাট অশোক
(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(গ) সম্রাট সমুদ্রগুপ্ত
(ঘ) অজাতশত্রু
উত্তরঃ-(ক) সম্রাট অশোক
47. অশোক কতগুলি বৌদ্ধস্তূপ নির্মাণ করেছিলেন?
(ক) দশ হাজার
(খ) চুরাশি হাজার
(গ) কুড়ি হাজার
(ঘ) আশি হাজার
উত্তরঃ-(খ) চুরাশি হাজার
48. কার প্রচেষ্টায় বৌদ্ধধর্ম বিশ্বব্যাপী ধর্মের পর্যায়ে উন্নীত হয়?
(ক) কণিষ্ক
(খ) বিন্দুসার
(গ) অশোক
(ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ-(গ) অশোক
49. পাটলিপুত্র নগরী স্থাপন করেন—
(ক) মহাপদ্ম নন্দ
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য
(গ) ধননন্দ
(ঘ) উদয়ী বা উদয়ভদ্র
উত্তরঃ-(ঘ) উদয়ী বা উদয়ভদ্র
50 নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন—
(ক) মহাপদ্ম নন্দ
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(খ) বিম্বিসার
(ঘ) ধননন্দ
উত্তরঃ-(ক) মহাপদ্ম নন্দ
50+ History General Knowledge MCQ Questions Answer In Bengali(ইতিহাস প্রস্নউত্তর MCQ)
51. পুরাণে ‘দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে
(ক) অজাতশত্রুকে
(খ) বিম্বিসারকে
(গ) মহাপদ্মনন্দকে
(ঘ) কাকবর্ণকে
উত্তরঃ-(গ) মহাপদ্মনন্দকে
52. মগধ তথা ভারত ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা—
(ক) কাবুল বিজয়
(খ) কলিঙ্গ বিজয়
(গ) কান্দাহার বিজয়
(ঘ) জিরাট জয়
উত্তরঃ-(খ) কলিঙ্গ বিজয়
58. মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) চন্দ্রগুপ্ত মৌর্য
(খ) অশোক
(গ) বিম্বিসার
(ঘ) বিন্দুসার
উত্তরঃ-(ক) চন্দ্রগুপ্ত মৌর্য
54. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন্ গ্রিকদূত এদেশে আসেন?
(ক) ফা-হিয়েন
(খ) মেগাস্থিনিস
(গ) হিউয়েন সাঙ্
(ঘ) অলবিরুনী
উত্তরঃ-(খ) মেগাস্থিনিস
55. অর্থশাস্ত্রের রচয়িতা হলেন—
(ক) ফা-হিয়েন
(খ) হিউয়েন সাঙ
(গ) মেগাস্থিনিস
(ঘ) কৌটিল্য
উত্তরঃ-(ঘ) কৌটিল্য
56. মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম—
(ক) অর্থশাস্ত্র
(খ) বুদ্ধচরিত
(গ) ইন্ডিকা
(ঘ) এলাহাবাদ প্রশস্তি
উত্তরঃ-(গ) ইন্ডিকা
57. বিম্বিসারের পুত্রের নাম ছিল
(ক) বিন্দুসার
(খ) অজাতশত্ৰু
(গ) অশোক
(ঘ) শিশুনাগ
উত্তরঃ-(খ) অজাতশত্ৰু
58. বিন্দুসারের পুত্রের নাম
(ক) বিম্বিসার
(খ) কালাশোক
(গ) শিশুনাগ
(ঘ) অশোক
উত্তরঃ-(ঘ) অশোক
59.কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন?
(ক)/২৬১ খ্রিস্টাব্দে
(খ) ২৫১ খ্রিস্টাব্দে
(গ) ২৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ২৫৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ-(ক)২৬১ খ্রিস্টাব্দে
60. মগধে কোন রাজার উপাধি ছিল ‘শ্রেণিক’?
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(খ) সমুদ্রগুপ্ত
(গ) বিম্বিসার
(ঘ) অজাতশত্রু
উত্তরঃ-(গ) বিম্বিসার
61. আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন—
(ক) ফিলিপ
(খ) অ্যারিস্টটল
(গ) প্লেটো
(ঘ) সেলুকাস
উত্তরঃ- (খ) অ্যারিস্টটল