Hello friends, আজ আমি তমাদের সাথে আলোচনা করতে চলেছি 50+ Important Physics MCQ In Bengali(পদার্থ বিজ্ঞান প্রশ্ন ব্যাংক)। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা তমাদের সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পদার্থ বিজ্ঞান MCQ প্রস্ন থেকে তোমরা অনেক কমন পাবে। তমাদের যদি এই 50+ Important Physics MCQ In Bengali(পদার্থ বিজ্ঞান প্রশ্ন ব্যাংক) By Ajker GK|| Part-1 ভালো লাগে অবশ্যয় জানাবে। তোমরা এই প্রস্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে, ধন্যবাদ।
50+ Important Physics MCQ In Bengali(পদার্থ বিজ্ঞান প্রশ্ন ব্যাংক)
১।রাশি কত রকমের হয়?
(ক) এক
(খ) দুই
(ঘ) চার
উত্তরঃ- (খ) দুই
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) অসীম
উত্তরঃ- (খ) দুই
৩। এককের নিম্নোক্ত পদ্ধতিগুলির মধ্যে সর্বাধুনিক পদ্ধতি কোনটি?
(ক) সি.জি.এস
(খ) এফ.পি.এস
(গ) এম.কে.এস
(ঘ) এস.আই
উত্তরঃ- (ঘ) এস.আই
৪। নিচের কোনটি লব্ধ একক?
(ক) দৈর্ঘ্য
(খ) ভর
(গ) ভরবেগ
(ঘ) উয়তা
উত্তরঃ- (খ) ভর
৫।মোল কীসের একক?
(ক) বস্তুর পরিমাণ
(খ) তড়িৎ মাত্রা
(গ) চৌম্বক ভ্রামক
(ঘ) আলোক দীপ্তি
উত্তরঃ- (ক) বস্তুর পরিমাণ
৬।আলোক বর্ষ কোন্ রাশির একক?
(ক) দ্রুতি
(খ) শক্তি
(গ) দূরত্ব
(ঘ) সময়
উত্তরঃ- (গ) দূরত্ব
৭।নিচের রাশিগুলির মধ্যে স্কেলার কোনটি?
(ক) ভরবেগ
(খ) শক্তি
(গ) বল
(ঘ) টর্ক
উত্তরঃ- (খ) শক্তি
৮।কোন্টি দূরত্বের একক নয়?
(ক) আলোকবর্ষ
(খ) অ্যাংস্ট্রম
(গ) মাইক্রোসেকেন্ড
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ- (গ) মাইক্রোসেকেন্ড
৯।কী রাশি মাপতে আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয়?
(ক) নক্ষত্র দূরত্ব
(খ) সময় অবকাশ
(গ) ভর
(ঘ) তড়িৎ প্রবাহ
উত্তরঃ- (ক) নক্ষত্র দূরত্ব
১০। এক অশ্বক্ষমতা কত?
(ক) 746 watt
(খ) 647 watt
(গ) 180 watt
(ঘ) 1546 watt
উত্তরঃ- (ক) 746 watt
১১।কত সময় লাগে পৃথিবীতে আসতে সূর্য থেকে আলোক রশ্মি?
(ক) প্রায় 4 মিনিট
(খ) প্রায় 6 মিনিট
(গ) প্রায় ৪ মিনিট
(ঘ) প্রায় 10 মিনিট
উত্তরঃ- (গ) প্রায় ৪ মিনিট
১২। লেন্সের ক্ষমতার একককে বলে
(ক) আলোকবর্ষ
(খ) ডায়প্টার
(গ) মিটার
(ঘ) ওয়াট
উত্তরঃ- (খ) ডায়প্টার
১৩।কোন এককটি বড়ো?
(ক) এক্সামিটার
(খ) ফেম্টোমিটার
(গ) গাইগামিটার
(ঘ) আলোকবর্ষ
উত্তরঃ- (ঘ) আলোকবর্ষ
১৪।কোন্টি ভেক্টর?
(ক) শক্তি
(খ) সময়
(গ) কার্য
(ঘ) ভরবেগ
উত্তরঃ- (ঘ) ভরবেগ
১৫। তাপ শক্তির একক M.K.S পদ্ধতিতে
(ক) জুল
(খ) ক্যালোরি
(গ) ওয়াট
(ঘ) কেলভিন
উত্তরঃ- (ক) জুল
১৬। ভরবেগের পরিবর্তনের হার কোন রাশি সম্পর্কিত?
(ক) গতিশক্তি
(খ) বল
(গ) কার্য
(ঘ) ক্ষমতা
উত্তরঃ- (খ) বল
১৭।যদি একটি বস্তু কণার ভরবেগের বৃদ্ধি যদি 100% হয়, তাহলে ওর গতিশক্তি বৃদ্ধি হবে
(ক) 100%
(খ) 200%
(গ) 300%
(ঘ) 400%
উত্তরঃ- (গ) 300%
১৮। একটি পাথর ও একটি পালককে মিনারের ওপর থেকে অবাধে ফেলে দিলে মাটিতে কে আগে পৌঁছাবে?
(ক) পাথর
(খ) পালক
(গ) দুটি এক সঙ্গে
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ- (গ) দুটি এক সঙ্গে
১৯। একটি বস্তুকে সুতোর এক সাইডে বেঁধে চারিদিকে গলাকার ভাবে ঘোরালে বস্তুর ওপর যে টান প্রয়োগ করে তাকে কি বলে?
(ক) ঘর্ষণবল
(খ) অভিকর্ষ বল
(গ) অপকেন্দ্রবল
(ঘ) অভিকেন্দ্রবল
উত্তরঃ- (ঘ) অভিকেন্দ্রবল
২০। কোনো বস্তুর গতিশক্তি 36% কমে গেলে, ভরবেগ শতকরা কত কমবে?
(ক) 12
(খ) 20
(গ) 28
(ঘ) 36
উত্তরঃ- (খ) 20
২১। গতিবিজ্ঞান বলবিজ্ঞানের এক অংশ, যেখানে গতির ধর্ম আলোচিত হয়?
(ক) শক্তির সাহায্যে
(খ) গতিবেগের সাহায্যে
(গ) বলের সাহায্যে
(ঘ) সবগুলির সাহায্যে
উত্তরঃ- (গ) বলের সাহায্যে
২২। দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল
(ক) পারস্পরিক বল
(খ) এককবল
(গ) লব্ধ বল
(ঘ) আপেক্ষিক বল
উত্তরঃ- (ক) পারস্পরিক বল
২৩। একটি গোটানো ঘড়ির স্প্রিং-এ যে শক্তি সঞ্চিত থাকে তাকে কী বলে?
(ক) তড়িৎ শক্তি
(খ) তাপ শক্তি
(গ) স্থিতি শক্তি
(ঘ) গতি শক্তি
উত্তরঃ- (গ) স্থিতি শক্তি
২৪। কোন্টি অস্থির সাম্যে আছে?
(ক) চেয়ার
(খ) ফুটবল
(গ) একপায়ে দাঁড়ানো কোনো লোক
(ঘ) দাঁড় করানো একটি লাঠি
উত্তরঃ- (ঘ) দাঁড় করানো একটি লাঠি
২৫। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে কোনো লোক কোন্ দিকে পড়বে?
(ক) সামনে
(খ) পিছনে
(গ) ওপরের দিকে লাফিয়ে উঠবে
(ঘ) বলা যায় না
উত্তরঃ- (ক) সামনে
২৬। একটি বস্তুকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলে বস্তুর পথটি কি হবে?
(ক) বৃত্ত
(খ) পরাবৃত্ত
(গ) সরলরেখা
(ঘ) উপবৃত্ত
উত্তরঃ- (খ) পরাবৃত্ত
২৭। কোন্ তরলের পৃষ্ঠটান বেশি?
(ক) ইথার
(খ) বেনজিন
(গ) পারদ
(ঘ) জল
উত্তরঃ-(গ) পারদ
২৮। ছোটো তরল ফোঁটা গোলাকার হয় কেন?
(ক) আঘঞ্জন বলের প্রভাবে
(খ) ফোঁটার সব দিকে বায়ু মণ্ডলের চাপের জন্য
(গ) পৃষ্ঠটানের জন্য তরল চেষ্টা করে সর্বনিম্ন ক্ষেত্রফলে ২ বার
(ঘ) অভিকর্ষে বলের প্রভাবে।
উত্তরঃ- (গ) পৃষ্ঠটানের জন্য তরল চেষ্টা করে সর্বনিম্ন ক্ষেত্রফলে ২ বার
২৯। যে সূত্র মেনে বেলুন বায়ুতে ওপর দিকে ওঠে সেটি কোনটি?
(ক) নিউটনের গতিসূত্র
খ) আর্কিমিডিসের সূত্র
(গ) মহাকর্ষ সূত্র
(ঘ) কেপলারের সূত্র
উত্তরঃ- খ) আর্কিমিডিসের সূত্র
৩০। মহাকর্ষীয় সূত্র কোন্ বৈজ্ঞানিক প্রতিষ্ঠা করেন?
(ক) আইনস্টাইন
(খ) ম্যাক্সওয়েল
(গ) কেপলার
(ঘ) নিউটন
উত্তরঃ- (ঘ) নিউটন
৩১। কোন্টি নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে?
(ক) স্কুটার
(খ) ট্রেন
(গ) রকেট
(ঘ) গাড়ি
উত্তরঃ- (গ) রকেট
৩২। কোন্ পদ্ধতির সাহায্যে পেনে কালি ওঠে?
(ক) পৃষ্ঠটান
(খ) খাদ্ৰাতা
(গ) অভিকর্ষ
(ঘ) ঘর্ষণ
উত্তরঃ- (ক) পৃষ্ঠটান
৩৩। গাছ শিকড়ের মাধ্যমে কোন পদ্ধতিতে জল শোষণ করে?
(ক) অভিকর্ষীয়
(খ) ঘর্ষণ
(গ) কৈণিকতা
(ঘ) স্থিতিস্থাপকতা
উত্তরঃ- (গ) কৈণিকতা
৩৪। বোতলের নিচের দিক ভারী করার কারণ কী?
(ক) সুস্থিরতা বাড়ানো
(খ) না ভাঙার জন্য
(গ) বোতলের সুন্দর আকার দেওয়ার জন্য
(ঘ) ব্যবহার করার সুবিধার জন্য
উত্তরঃ- (ক) সুস্থিরতা বাড়ানো
৩৫। কাচ ও জলের স্পর্শকোণ কত?
(ক) 90°
(খ) 0°
(গ) 90° এর কম
(ঘ) 90° এর বেশি
উত্তরঃ- (গ) 90° এর কম
৩৬। কাচ ও পারদের স্পর্শকোন কত?
(ক) 90° এর কম
(খ) 90°এর বেশি
(গ) 900
(ঘ) 0°
উত্তরঃ- (খ) 90°এর বেশি
৩৭। ট্রানজিস্টার তৈরি হয়
(ক) পরিবাহী দিয়ে
(খ) অপরিবাহী দিয়ে
(গ) অধাতব পদার্থ দিয়ে
(ঘ) অর্ধ পরবাহী দিয়ে
উত্তরঃ- (ঘ) অর্ধ পরবাহী দিয়ে
৩৮। ঘর্ষণের ফলে অবহিত হয়
(ক) ইলেকট্রনের স্থানান্তরের জন্য
(খ) তালুর প্রশমণ হওয়ার জন্য
(গ) পরমাণুর প্রশমণ হওয়ার জন্য
(ঘ) প্রোটন স্থানান্তরের জন্য
উত্তরঃ- (ক) ইলেকট্রনের স্থানান্তরের জন্য
৩৯। ট্রানজিস্টার ডোনিং বেশি কার?
(ক) সংগ্রাহক
(খ) ভূমি
(গ) নিঃসারক
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ- (গ) নিঃসারক
৪০। বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিরূপে ধরে রাখার ব্যবস্থা দেখা যায় নিচের কোনটিতে?
(ক) বৈদ্যুতিক পাখা
(গ) ভাস্কর বাল্ব
(খ) বৈদ্যুতিক হিটার
(ঘ) স্টোরেজ ব্যাটারি
উত্তরঃ- (ঘ) স্টোরেজ ব্যাটারি
৪১। ১ গ্রাম বরফকে সম্পূর্ণভাবে গলাতে যে পরিমাণ কার্য করতে হবে, তার পরিমাণ হল
(ক) 4.2 জুল
(খ) 12 জুল
(গ) ৪০ জুল
(ঘ) 336 জুল
উত্তরঃ- (ঘ) 336 জুল
৪২।হাইড্রোমিটার দিয়ে কী মাপা হয়?
(ক) তরলের চাপ
(খ) তরলের আপেক্ষিক ঘনত্ব
(গ) বায়ুতে জলীয় বাষ্প
(ঘ) বায়ু মণ্ডলের চাপ
উত্তরঃ- (খ) তরলের আপেক্ষিক ঘনত্ব
৪৩। তাপশক্তি রূপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তাকে কি বলে?
(ক) ডায়নামো
(খ) তাপীয় জেনারেটার
(গ) তাপীয় ইঞ্জিন
(ঘ) গতিশক্তিতে
উত্তরঃ- (গ) তাপীয় ইঞ্জিন
৪৪।সৌর তাপীয় পদ্ধতি কোনো বস্তুর সুস্থিরতা বাড়াতে কী করতে হবে?
(ক) গরম করতে হবে
(খ) ঠাণ্ডা করতে হবে
(গ) ভূমি কমাতে হবে
(ঘ) ভূমি বাড়াতে হবে
উত্তরঃ- (ঘ) ভূমি বাড়াতে হবে
৪৫।রকেট কোন্ নীতির ওপর প্রতিষ্ঠিত?
(ক) কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি
(খ) রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি
(গ) ভরের সংরক্ষণ নীতি
(ঘ) শক্তির সংরক্ষণ নীতি
উত্তরঃ- (খ) রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি
৪৬। নিচের অক্ষরগুলির মধ্যে কোন্টির পার্শ্বীয় পরিবর্তন হবে না?
(ক) R
(খ) P
(গ) O
(ঘ) S
উত্তরঃ- (গ) O
৪৭। একটি পরিষ্কার ও পৃথক শব্দের প্রতিধ্বনি শোনা যাবে, যখন শব্দের উৎস থেকে প্রতিফলনের দূরত্ব কমপক্ষে কত হবে?
(ক) 10 মিটার
(খ) 17 মিটার
(গ) 34 মিটার
(ঘ) 100 মিটার
উত্তরঃ- (খ) 17 মিটার
৪৮। অতি সামান্য সময়ের ব্যবধান মাপা হয় কোন্টি দিয়ে?
(ক) পারমাণবিক ঘড়ি
(খ) পালসার
(গ) শ্বেত বাসন
(ঘ) কোয়ার্জ ঘড়ি
উত্তরঃ- (ক) পারমাণবিক ঘড়ি
৪৯। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?
(ক) তামা
(খ) রূপা
(গ) লোহা
(ঘ) টাংস্টেন
উত্তরঃ- (ঘ) টাংস্টেন
৫০। কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তির উৎস কী?
(ক) সৌরকোষ
(খ) ডায়নামো
(গ) অতিক্ষুদ্র পারমাণবিক চুল্লী
(ঘ) থার্মোপাইল
উত্তরঃ- (ক) সৌরকোষ
৫১। গ্যালভ্যানোমিটার যন্ত্র দিয়ে মাপা হয়
(ক) বেশি তড়িৎ
(খ) কম তড়িৎ
(গ) বেশি ভোল্টেজ
(ঘ) কম ভোল্টেজ
উত্তরঃ- (খ) কম তড়িৎ
৫২। লেন্সের ফোকাস বিন্দু কটি?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তরঃ- (ক) দুটি
৫৩। আলোর ব্যতিচার সম্ভব—যখন তরঙ্গ দুটি—
(ক) বিভিন্ন কম্পাঙ্কের হয়
(খ) বিভিন্ন আলোক উৎস থেকে আসে
(গ) সুসঙ্গত হয়
(ঘ) বিভিন্ন তলে সমবর্তিত
উত্তরঃ- (গ) সুসঙ্গত হয়
৫৪। গ্যাসের উয়তা বলতে বোঝায়
(ক) অণুর গড় গতিশক্তি
(খ) অণুর গড় স্থিতিশক্তি
(গ) অণুর মোট শক্তি
(ঘ) অণুগুলির মোট ভরবেগ
উত্তরঃ- (ক) অণুর গড় গতিশক্তি
৫৫। বিচ্ছুরণ আবিষ্কার করেন
(ক) আইনস্টাইন
(খ) নিউটন
(গ) গ্যালিলিও
(ঘ) ফ্যারাডে
উত্তরঃ- (খ) নিউটন
৫৬।কোণ্ তরঙ্গটির সমাবর্তন হয় না?
(ক) বেতার তরঙ্গ
(খ) শব্দ তরঙ্গ
(গ) আলোক তরঙ্গ
(ঘ) এক্স রশ্মি
উত্তরঃ- (খ) শব্দ তরঙ্গ
৫৭। থার্মোমিটারে কোন্ বেশি তরল ব্যবহারে সুবিধা?
(ক) ইথার
(খ) অ্যালকোহল
(গ) পারদ
(ঘ) জল
উত্তরঃ- (গ) পারদ
৫৮। কোণ্ উয়তায় অক্সিজেনের অণুর গড় বর্গবেগের বর্গমূল 200K উয়তায় হাইড্রোজেন অণুর সমান হবে?
(ক) 800 K
(খ) 1600 K
(গ) 2400 K
(ঘ) 3200K
উত্তরঃ- (ঘ) 3200K
৫৯। যে মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না সেটির নাম কি?
(ক) জল
(খ) ইস্পাত
(গ) শূন্যস্থান
(ঘ) হাইড্রোজেন গ্যাস
উত্তরঃ- (গ) শূন্যস্থান
৬০। বেতার তরঙ্গ কৃত্রিম উপগ্রহ থেকে ফিরে আসতে
সময় লাগে
(ক) 1 Sec
(খ) 0.5 Sec
(গ) 0.25 Sec
(ঘ) 0.38 Sec
উত্তরঃ- (ঘ) 0.38 Sec
৬১। তির্যক তরঙ্গ কোণ মাধ্যমে প্রবাহিত হয় না?
(ক) গ্যাস
(খ) তরল
(গ) কঠিন
(ঘ) শূন্য মাধ্যম
উত্তরঃ- (ক) গ্যাস
৬২। মানবদেহে স্বাভাবিক উন্নতা কত?
(ক) 98.4° C
(খ) 98.4K
(গ) 98.4° F
(ঘ) কোনোটাই নয়
উত্তরঃ- (গ) 98.4° F
৬৩। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.6F সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত?
(ক) 36° C
(খ) 37° C
(গ) 38° C
(ঘ) 39° C
উত্তরঃ- (খ) 37° C
৬৪। শব্দের তীক্ষ্মতা নির্ভর করে—
(ক) কম্পাঙ্কের ওপর
(খ) তরঙ্গের দৈর্ঘ্যের ওপর
(গ) বিস্তারের ওপর
(ঘ) কোনোটার ওপরই নয়
উত্তরঃ- (ক) কম্পাঙ্কের ওপর
৬৫। একটি ফেরোম্যাগনেটিক পদার্থকে কীভাবে প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত করা যায়?
(ক) গরম করে
(খ) ঠাণ্ডা করে
(গ) কুরী বিন্দুর উপর উত্তপ্ত করে
(ঘ) কোনো ভাবেই নয়
উত্তরঃ- (গ) কুরী বিন্দুর উপর উত্তপ্ত করে
৬৬। 'নট' কীসের একক?
(ক) আলো
(খ) গতিবেগ
(গ) দূরত্ব
(ঘ) আয়তন
উত্তরঃ- (খ) গতিবেগ
৬৭। কাঁচা লোহার কুরী বিন্দু কত?
(ক) 250°C
(খ) 500°C
(গ) 750°C
(ঘ) কোনো কুরী বিন্দু নেই
উত্তরঃ- (গ) 750°C
৬৮। পারদের আপেক্ষিক গুরুত্ব—
(ক) 13.6
(খ) 13.7
(গ) 14.8
(ঘ) 15.2
উত্তরঃ- (ক) 13.6
৬৯। ইস্পাতের কুরীবিন্দু হল
(ক) 450°C
(খ) 110° C
(গ) 1250°C
(ঘ) 770°C
উত্তরঃ- (ঘ) 770°C
৭০। ন্যাপথলিনের গলনাঙ্ক
(ক) 98° C
(খ) 90°
(গ) 130°
(ঘ) 0°
উত্তরঃ- (খ) 90°