Ads Area

50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3

 50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3
50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3

Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ)

Hello friends, আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি 50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3। আমরা জানি যে Indian Constitution In bengali কতটা গুরুত্বপূর্ণ সমস্ত চাকরি পরীক্ষার জন্য। আমি তোমাদের যে প্রস্নগুলি আলোচনা করছি , সেখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়েযাবে। তাই আর দেরি না করে 50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3 এর সমস্ত প্রশ্ন খাতায় লিখে নেবে, লিখে পরলে তারাতারি ও অনেক দিন মনে থাকে। 

১। ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে দ্বারা সংবিধানের দাবি করে?

(ক) ১৯১৯ সালে

(খ) ১৯২৯ সালে

(গ) ১৯৩৫ সালে

(ঘ) ১৯৪৭ সালে

উত্তরঃ-(গ) ১৯৩৫ সালে
 
২। অবিভক্ত ভারতে ভারতের সংবিধান রচনার জন্য রিষদ গঠিত গণপরিষদ গঠিত হয়েছিল 

(ক) ১৯৪৬ সালের ডিসেম্বর মাসে

(খ) ১৯৪৬ সালের জুলাই মাসে

(গ) ১৯৪৭ সালের জানুয়ারি মাসে

(ঘ) ১৯৪৭ সালের আগস্ট মাসে

উত্তরঃ-(খ) ১৯৪৬ সালের জুলাই মাসে

৩। ক্যাবিনেট মিশন পরিকল্পনার তত্ত্বাবধানে গঠিত সংবিধান পরিষদের সদস্য সংখ্যা ছিল

(ক) ২৯৯

(খ) ২৯৪

(গ) ৩৮৯

(ঘ) ৩৯৪

উত্তরঃ-(গ) ৩৮৯

৪। সংবিধান রচনার জন্য নিযুক্ত গণপরিষদের করদ রাজ্যগুলির ন্যূনতম প্রতিনিধির সংখ্যা ছিল—

(ক) ৯৩ 

(খ) ৯৫

(গ) ৯৭

(ঘ) ৯৯

উত্তরঃ-(ক) ৯৩ 

৫। সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল—

(ক) ১৯৪৫, ১ জানুয়ারি

(খ) ১৯৪৬, ৯ ডিসেম্বর

(গ) ১৯৪৭, ১৫ ডিসেম্বর

(ঘ) ১৯৪৯, ২৬ নভেম্বর

উত্তরঃ-(খ) ১৯৪৬, ৯ ডিসেম্বর

৬। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন?

(ক) বি. আর. অম্বেদকর

(খ) জওহরলাল নেহরু

(গ) ড. রাজেন্দ্রপ্রসাদ

(ঘ) সচ্চিদানন্দ সিন্হা

উত্তরঃ-(ঘ) সচ্চিদানন্দ সিন্হা

৭। পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ গঠনের কথা ঘোষিত হয়—

(ক) ১৯৪৬ সালের ১৫ আগস্ট

(খ) ১৯৪৭ সালের ১৫ জুন

(গ) ১৯৪৭ সালের ২৬ জুলাই 

(ঘ) ১৯৪৭ সালের ১৪ আগস্ট

উত্তরঃ-(গ) ১৯৪৭ সালের ২৬ জুলাই 

৮। গণপরিষদের প্রথম নির্বাচনে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল

(ক) ২০৮ জন

(খ) ২১২ জন

(গ) ২৬১ জন

(ঘ) ২৯৬ জন

উত্তরঃ-(ক) ২০৮ জন

৯। গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লিগের সদস্যসংখ্যা ছিল—

(ক) ৭০ জন

(খ) ৭৩ জন 

(গ) ৮০ জন

(ঘ) ৯২ জন

উত্তরঃ-(খ) ৭৩ জন 

১০। স্বাধীন ভারতে গণপরিষদের সদস্যসংখ্যা ছিল—

(ক) ২২৯ জন

(খ) ২৯৯ জন

(গ) ২৮৯ জন

(ঘ) ৩০৮ জন

উত্তরঃ-(ঘ) ৩০৮ জন

Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ)

১১। ভারতের সংবিধান রচনার কাজে নিযুক্ত পরিষদ একটি সার্বভৌম পরিষদে পরিণত হয়—

(ক) ১৯৪৬-এর ৯ ডিসেম্বর

(খ) ১৯৪৭-এর ১ জানুয়ারি

(গ) ১৯৪৭-এর ১৫ আগস্ট

(ঘ) ১৯৪৯-এর ২৬ নভেম্বর

উত্তরঃ-(গ) ১৯৪৭-এর ১৫ আগস্ট

১২। গণপরিষদের খসড়া রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন—

(ক) ড. রাজেন্দ্রপ্রসাদ

(খ) ড. বি. আর আম্বেদকর

(গ) জওহরলাল নেহরু

(ঘ) সচ্চিদানন্দ সিন্হা

উত্তরঃ-(খ) ড. বি. আর আম্বেদকর

১৩। গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন—

(ক) হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

(খ) সচ্চিদানন্দ সিংহ

(গ) আচার্য জে. বি. কৃপালনি

(ঘ) বি. আর. আম্বেদকর

উত্তরঃ-(ক) হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

১৪। সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল—

(ক) ৭টি

(খ) ৯টি

(গ) ১০টি

(ঘ) ১১টি

উত্তরঃ-(ঘ) ১১টি

১৫। গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে

(ক) ১৪ আগস্ট, ১৯৪৭ 

(খ) ১৫ আগস্ট, ১৯৪৭

(গ) ২৬ নভেম্বর, ১৯৪৯

(ঘ) ২৪ জানুয়ারি, ১৯৫০

উত্তরঃ-(ঘ) ২৪ জানুয়ারি, ১৯৫০

১৬।  ভারতের সংবিধান গৃহীত কত সালে যেটি গণ পরিষদ কর্তৃক রচিত হয়

(ক) ১৫ আগস্ট, ১৯৪৭

(খ) ১৫ আগস্ট, ১৯৪৮

(গ) ২৬ নভেম্বর, ১৯৪৯

(ঘ) ২৪ জানুয়ারি, ১৯৫০

উত্তরঃ-(গ) ২৬ নভেম্বর, ১৯৪৯

১৭। স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়—

(ক) ২৬ জানুয়ারি, ১৯৫০

(খ) ২৬ নভেম্বর, ১৯৪৯

(গ) ১৫ আগস্ট, ১৯৪৮

(ঘ) ১৫ আগস্ট, ১৯৪৭

উত্তরঃ-(ক) ২৬ জানুয়ারি, ১৯৫০

১৮। ভারতের সংবিধানে কতগুলি ধারা আছে

(ক) ৩৫৫ টি 

(খ) ৩৯৫ টি

(গ) ৩৯৬ টি

(ঘ) ৪০০ টি 

উত্তরঃ-(খ) ৩৯৫ টি


১৯। ভারতের সংবিধানে কয়টি তফসিল (Schedule) আছে?

(ক) ৮ টি 

(খ) ৯ টি

(গ) ১০ টি 

(ঘ) ১২ টি

উত্তরঃ-(ঘ) ১২ টি


২০। ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রথমবার সংশোধন হয়েছিল—

(ক) ২২-তম সংশোধন দ্বারা

(খ) ৪২-তম সংশোধন দ্বারা

(গ) ৪৪-তম সংশোধন দ্বারা

(ঘ) ৭৩-তম সংশোধন দ্বারা

উত্তরঃ-(খ) ৪২-তম সংশোধন দ্বারা

Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ)

২১। কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে  প্রস্তাবনায় 'সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি যুক্ত

হয়েছে

(ক) ২২ তম সংবিধান সংশোধনে

(খ) ২৪ তম সংবিধান সংশোধনে 

(গ) ৪২ তম সংবিধান সংশোধনে

(ঘ) ৪৪ তম সংবিধান সংশোধনে

উত্তরঃ-(গ) ৪২ তম সংবিধান সংশোধনে


২২। ভারতের সংবিধান

(ক) অনমনীয়

(খ) নমনীয়

(গ) প্রধানত নমনীয় 

(ঘ) অংশত অনমনীয়

উত্তরঃ-(ঘ) অংশত অনমনীয়


২৩। ভারতের সংবিধানের প্রস্তাবনায় চারটি নীতির কথা যেভাবে বলা হয়েছে তা হল— 

(ক) ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব

(খ) সাম্য, স্বাধীনতা, ন্যায়, সৌভ্রাতৃত্ব

(গ) সৌভ্রাতৃত্ব, ন্যায়, স্বাধীনতা, সাম্য

(ঘ) স্বাধীনতা, ন্যায়, সাম্য, সৌভ্রাতৃত্ব

উত্তরঃ-(ক) ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব


২৪। যে সংসদীয় ব্যবস্থা  ভারতের সংবিধানে প্রবর্তন করা হয়েছে তা হল

(ক) কানাডার অনুকরণে

(খ) ব্রিটেনের অনুকরণে

(গ) ফ্রান্সের অনুকরণে 

(ঘ) রাশিয়ার অনুকরণে

উত্তরঃ-(খ) ব্রিটেনের অনুকরণে


২৫। ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে—

(ক) ব্রিটেনের অনুকরণে

(খ) রাশিয়ার অনুকরণে

(গ) সুইজারল্যান্ডের অনুকরণে

(ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুকরণে

উত্তরঃ-(ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুকরণে


২৬।  ‘প্রস্তাবনা'কে সংবিধানের অংশ নয় বলে ঘোষণা করে সুপ্রিমকোর্ট  এর কোন্ মামলায়?

(ক) গোপালন মামলায়

(খ) বেরুবাড়ি মামলায়

(গ) মিনার্ভা মিলস মামলায়

(ঘ) গোলকনাথ মামলায় 

উত্তরঃ-(খ) বেরুবাড়ি মামলায়


২৭। ভারতের সংবিধানে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা

(ক) ২৯টি

(খ) ৩০টি

(গ) ২৭টি

(ঘ) ২৮টি

উত্তরঃ-(ঘ) ২৮টি


২৮। ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটি গঠিত হয় তা হল 

(ক) মধ্যপ্রদেশ

(খ) অন্ধ্ৰপ্ৰদেশ

(গ) মহারাষ্ট্র 

(ঘ) মহীশূর

উত্তরঃ-(খ) অন্ধ্ৰপ্ৰদেশ


২৯। ভারতের পূর্ণাঙ্গ রাজ্য  রূপে  মর্যাদা লাভ করে সিকিম কত সালে —

(ক) ১৯৬১ সালে 

(খ) ১৯৬৭ সালে

(গ) ১৯৭১ সালে

(ঘ) ১৯৭৫ সালে

উত্তরঃ-(ঘ) ১৯৭৫ সালে


৩০। গোয়া পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে

(ক) ১৯৭৮ সালে

(খ) ১৯৮০ সালে 

(গ) ১৯৮৭ সালে

(ঘ) ১৯৮৯ সালে

উত্তরঃ-(গ) ১৯৮৭ সালে

Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ)

৩১। অসম রাজ্য পুনর্গঠিত হয় সংবিধানের

(ক) ২১তম সংশোধনের দ্বারা 

(খ) ২২ তম সংশোধনের দ্বারা

(গ) ২৩ তম সংশোধনের দ্বারা

(ঘ) ২৪তম সংশোধনের দ্বারা 

উত্তরঃ-(খ) ২২ তম সংশোধনের দ্বারা


৩২। দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করা হয়—

(ক) ১৯৯১ সালে

(খ) ১৯৯২ সালে 

(গ) ১৯৯৩ সালে

(ঘ) ১৯৯৪ সালে

উত্তরঃ-(ক) ১৯৯১ সালে


৩৩। ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত সর্বশেষ রাজ্যটি হল—

(ক) ঝাড়খণ্ড

(খ) উত্তরাখণ্ড

(গ) তেলেঙ্গানা

(ঘ) ছত্তিশগড়

উত্তরঃ-(গ) তেলেঙ্গানা


৩৪। ভারতের সংবিধানে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা (দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সহ) 

কয়টি—

(ক) ৫টি

(খ) ৭টি

(গ) ৮টি

(ঘ) ৯টি

উত্তরঃ-(গ) ৮টি


৩৫। কত নম্বর ধারা অনুযায়ী বিদেশি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় এবং নতুন রাজ্য গঠন করা যায়—

(ক) ১নং ধারা

(খ) ২নং ধারা

(গ) ৩নং ধারা

(ঘ) ৪নং ধারা

উত্তরঃ-(খ) ২নং ধারা


৩৬। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে?

(ক) ৩৬৫ নং ধারা

(খ) ৩৬৮ নং ধারা

(গ) ৩৬৯ নং ধারা

 (ঘ) ৩৭০ নং ধারা

উত্তরঃ- (ঘ) ৩৭০ নং ধারা


৩৭। ভারতের কোন্ রাজ্যের স্বতন্ত্র সংবিধান আছে?

(ক) জম্মু ও কাশ্মীর 

(খ) অরুণাচলপ্রদেশ

(গ) সিকিম

(ঘ) মহারাষ্ট্র

উত্তরঃ-(ক) জম্মু ও কাশ্মীর (এখন আর নেই ৩৭০ বাদ দেওয়ার পর) 


৩৮। ভারতের সংবিধানে যে নাগরিকত্বের ব্যবস্থা বর্ণিত হয়েছে তা হল

(ক) বহু নাগরিকত্ব

(খ) দ্বি-নাগরিকত্ব

(গ) এক নাগরিকত্ব

(ঘ) চতুর্থ নাগরিকত্ব

উত্তরঃ-(গ) এক নাগরিকত্ব


৩৯। কে শর্তাবলি প্রয়োগ করতে পারে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে ?

(ক) রাষ্ট্রপতি

(খ) সংসদ

(গ) নির্বাচন কমিশন

(ঘ) সংসদ ও রাজ্য বিধানসভা

উত্তরঃ-(খ) সংসদ


৪০। ভারতের নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?

(ক) ১৯৫২ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ-(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ)

৪১। কোন্‌টি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়?

(ক) দ্বৈত নাগরিকত্ব

(খ) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার

(গ) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র

(ঘ) একক নাগরিকত্ব

উত্তরঃ-(ক) দ্বৈত নাগরিকত্ব


৪২। ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ, কারণ

(ক) এর একটি পার্লামেন্ট আছে 

(খ) এর একটি সুপ্রিমকোর্ট আছে

(গ) এর একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান আছে

(ঘ) এর একটি নির্দিষ্ট শাসনতন্ত্র আছে

উত্তরঃ-(গ) এর একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান আছে


৪৩। ভারতের নাগরিকের ভোটাধিকার লাভের বয়ঃসীমা কত?

(ক) ১৮ বছর

(খ) ২০ বছর

(গ) ২১ বছর

(ঘ) ২২ বছর

উত্তরঃ-(ক) ১৮ বছর


৪৪। ভারতের সংবিধানে নাগরিকের কয়টি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে?

(ক) ৭টি

(খ) ৮টি

(গ) ৯টি 

(ঘ) ৬টি

উত্তরঃ-(ঘ) ৬টি


৪৫। সম্পত্তির অধিকারটি বাদ দেওয়া হয়েছে সংবিধানের মৌলিক অধিকারের তালিকা থেকে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 

(ক) ৪২ তম সংশোধনীতে

(খ) ৪৪ তম সংশোধনীতে

(গ) ৪৬ তম সংশোধনীতে

(ঘ) ৫২ তম সংশোধনীতে

উত্তরঃ-(খ) ৪৪ তম সংশোধনীতে


৪৬। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে বিনা ব্যয়ে দরিদ্রদের জন্য আইনের সাহায্যদানের ব্যবস্থা করা হয়েছে?

(ক) ৭৩ তম

(খ) ৪৪ তম

(গ) ৪২ তম

(ঘ) ২৪ তম

উত্তরঃ-(গ) ৪২ তম


৪৭। ভারতের সংবিধানে কয় ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে?

(ক) ৬ ধরনের 

(খ) ৭ ধরনের

(গ) ৯ ধরনের

(ঘ) ১০ ধরনের

উত্তরঃ-(ক) ৬ ধরনের 


৪৮। নীচের কোন ধারাটিকে ড. আম্বেদকর সংবিধানের

প্রাণ বলে বর্ণনা করেছেন?

(ক) ১৯ নং ধারা

(খ) ২০ নং ধারা

(গ) ২১ নং ধারা

(ঘ) ৩২ নং ধারা

উত্তরঃ-(ঘ) ৩২ নং ধারা


৪৯। ব্যক্তির অধিকারের রক্ষাকবচ কোন্‌টিকে বলা যায়—

(ক) ম্যান্ডামাস

(খ) হেরিয়াস কর্পাস

(গ) সার্টিওরারি

(ঘ) প্রহিবিশন

উত্তরঃ-(খ) হেরিয়াস কর্পাস


৫০। জরুরি অবস্থায় যিনি  মৌলিক অধিকার রদ করতে পারেন তিনি কে 

(ক) রাষ্ট্রপতি 

(খ) প্রধানমন্ত্রী 

(গ) আদালত

(ঘ) সংসদ

উত্তরঃ-(ক) রাষ্ট্রপতি 

Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ)

৫১। জরুরি অবস্থা চলাকালীন সময়েও রাষ্ট্রপতি মৌলিক অধিকারের কত নম্বর ধারাটি সংকুচিত করতে পারে না?

(ক) ১৯ নং ধারা 

(খ) ২১ নং ধারা 

(গ) ২২ নং ধারা

(ঘ) ৩২ নং ধারা

উত্তরঃ-(খ) ২১ নং ধারা 


৫২। ভারতের সংবিধান কোন্ প্রতিষ্ঠানকে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব দিয়েছে?

(ক) শাসন বিভাগকে

(খ) আইন বিভাগকে

(গ) বিচার বিভাগকে

(ঘ) এদের কাউকেই নয়

উত্তরঃ-(গ) বিচার বিভাগকে


৫৩। নীচের কোন্ মৌলিক অধিকারটি নাগরিকের ন্যায় বিদেশিরা সমভাবে ভোগ করতে পায় না?

(ক) বাক্ স্বাধীনতা 

(খ) সমানাধিকার

(গ) ব্যক্তিগত স্বাধীনতার অধিকার

(ঘ) সরকারি চাকুরি লাভের অধিকার

উত্তরঃ-(গ) ব্যক্তিগত স্বাধীনতার অধিকার


৫৪। সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতি বর্ণিত আছে?

(ক) ১৩ টি

(খ) ১৭ টি

(গ) ১৫ টি

(ঘ) ১১ টি

উত্তরঃ-(খ) ১৭ টি


৫৫। সংবিধানের কোন্ অধ্যায়ে নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ হয়েছে?

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) চতুর্থ

উত্তরঃ-(ঘ) চতুর্থ


৫৬। ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতি কোন্দে শের সংবিধানের অনুকরণে লিপিবদ্ধ হয়েছে?

(ক) আয়ারল্যান্ড

(খ) আমেরিকা

(গ) রাশিয়া

(ঘ) কানাডা

উত্তরঃ-

৫৭। কোন্ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বলা হয় যে, মৌলিক অধিকার সংশোধনের অধিকার পার্লামেন্টের আছে। কিন্তু সংবিধানের মৌল কাঠামো (Basic Structure) পরিবর্তন করা যাবে না—

(ক) গোলকনাথ মামলা, ১৯৬৭

(খ) দেবদসন মামলা, ১৯৬৯ 

(গ) কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩

(ঘ) মিনার্ভা মিলস্ মামলা, ১৯৮০

উত্তরঃ-(গ) কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩


৫৮। পার্লামেন্ট অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে

(ক) ১৯৫০ সালে

(খ) ১৯৫৫ সালে

(গ) ১৯৫৩ সালে

(ঘ) ১৯৫৬ সালে

উত্তরঃ-(খ) ১৯৫৫ সালে

50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3
Indian Constitutions MCQ Questions In Bengali
Indian Constitutions MCQ Questions In Bengali
Very important indian polity mcq questions
50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3
50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3
50+ Indian Constitutions MCIndian Constitutions MCQ Questions In Bengali
Q Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3
50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3
Indian Constitutions MCQ Questions In Bengali
50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3
50+ Indian Constitutions MCQ Questions In Bengali(ভারতীয় সংবিধান MCQ) Part-3
Indian Constitutions MCQ Questions In Bengali

Post a Comment

0 Comments

Ads Area