50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)
Hello friends, আজ আমি তোমাদের সাথে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করতে চলেছি, যেটার নাম 50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)। এটি তোমাদের সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ। Indian Economics MCQ Questions(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ) থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই দেরি না করে তমারা এই 50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ) প্রস্নগুলি তোমরা খাতাই লিখে নাও, লিখে পরলে তারাতারি মনে থাকে, ধন্যবাদ।
50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)
1.কোন্ অর্থনীতিবিদকে অর্থ বিজ্ঞানের জনক হিসাবে গণ্য করা হয়?
(ক) আলফ্রেড
(খ) পল স্যামুয়েল
(গ) অ্যাডাম স্মিথ
(ঘ) লায়োনেল রবিনস্
উত্তরঃ- (গ) অ্যাডাম স্মিথ
2. ভারতের আর্থিক বছর শুরু হয় কোন্ তারিখ থেকে?
(ক) ১ এপ্রিল
(খ) ১ ফ্রেব্রুয়ারি
(গ) ১ মার্চ
(ঘ) ১ জানুয়ারি
উত্তরঃ- (ক) ১ এপ্রিল
3. ‘ফোরস্ড সেভিংস' কথাটির অর্থ কী?
(ক) স্বল্প আয় থেকে সঞ্জয়
(খ) মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়
(গ) দুর্বল অর্থনীতি
(ঘ) বলপূর্বক সঞ্চয়
উত্তরঃ- (খ) মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়
4. ভারতের আর্থিক রাজধানীর নাম হল
(ক) নিউ দিল্লি
(খ) ম্যাঙ্গালোর
(গ) মুম্বই
(ঘ) কলকাতা
উত্তরঃ- (গ) মুম্বই
5. ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন?
(ক) ভি. কে. আর. ভি. রাও
(খ) দাদাভাই নওরোজি
(গ) প্রশান্তচন্দ্ৰ মহলানবিশ
(ঘ) এদের কেউ নন
উত্তরঃ- (খ) দাদাভাই নওরোজি
6. ভারতের অর্থনীতির প্রকৃতি কেমন?
(ক) মুক্ত অর্থনীতি
(খ) সমাজতান্ত্রিক অর্থনীতি
(গ) রক্ষণশীল অর্থনীতি
(ঘ) মিশ্র অর্থনীতি
উত্তরঃ- (ঘ) মিশ্র অর্থনীতি
7. সরকারের কর ধার্য করার উদ্দেশ্য কী?
(ক) রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা
(খ) দুর্বল শ্রেণির উন্নয়ন
(গ) ধনীদের সম্পদ সঞ্চয় রোধ
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ- (ক) রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা
৪. ভারতের জাতীয় আয়ের হিসাব করে কোন্ দফতর?
(ক) কেন্দ্রীয় অর্থ মন্ত্রক
(খ) সেন্ট্রাল স্ট্যাটিসটিকাল অর্গানাইজেশন
(গ) পরিকল্পনা কমিশন
(ঘ) ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট
উত্তরঃ- (খ) সেন্ট্রাল স্ট্যাটিসটিকাল অর্গানাইজেশন
9. তাকে কি বলে যে করের ভার করদাতা অন্য কারোর ওপর স্থানান্তরিত করতে পারে?
(ক) প্রত্যক্ষ কর
(খ) সম্পদ কর
(গ) পরোক্ষ কর
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (গ) পরোক্ষ কর
10. রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কী?
(ক) আয়কর
(খ) সম্পদ কর
(গ) আগারি শুল্ক
(ঘ) বিক্রয় কর
উত্তরঃ- (ঘ) বিক্রয় কর
50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)
11. কেন্দ্রীয় সরকারের আয় সব চেয়ে বেশি হয় নীচের কোন্ কর ব্যবস্থা থেকে?
(ক) আয়কর
(খ) কেন্দ্রীয় অন্তঃশুল্ক
(গ) বহিঃশুল্ক
(ঘ) সম্পত্তি কর
উত্তরঃ- (খ) কেন্দ্রীয় অন্তঃশুল্ক
12. প্রত্যেক ব্যক্তি কর্তৃক প্রদত্ত কর হল—
(ক) প্রত্যক্ষ কর
(খ) সম্পদ কর
(গ) পরোক্ষ কর
(ঘ) বৃদ্ধিকারক ক কর
উত্তরঃ- (গ) পরোক্ষ কর
13.‘টেক অফ স্টেজ' বলতে বোঝায়—
(ক) অর্থনৈতিক স্তব্ধতা
(খ) অর্থনৈতিক স্থিরতা
(গ) সমস্ত নিয়ন্ত্রণ মুক্ত হওয়া
(ঘ) অর্থনৈতিক উন্নতির সূচনা
উত্তরঃ- (ঘ) অর্থনৈতিক উন্নতির সূচনা
14. তাকে কি বলে যে মুদ্রার বিনিময় হার ক্রমশ কমে ?
(ক) নিমজ্জমান মুদ্রা
(খ) কঠিন মুদ্ৰা
(গ) কোমল মুদ্রা
(ঘ) স্বর্ণমান মুদ্রা
উত্তরঃ- (ক) নিমজ্জমান মুদ্রা
15. ভারতীয় আর্থিক বিকাশের পথে প্রধান প্রতিবন্ধক কোনটি?
(ক) কাঁচামালের অভাব
(খ) স্থানাভাব
(গ) পুঁজির অভাব
(ঘ) দক্ষ শ্রমিকের অভাব
উত্তরঃ- (গ) পুঁজির অভাব
16. কোন দেশ সর্বাপেক্ষা বেশি ভারতের অর্থনীতিতে বিনিয়োগ করেছে?
(ক) ব্রিটেন
(খ) আমেরিকা
(গ) সুইজারল্যান্ড
(ঘ) কোরিয়া
উত্তরঃ- (খ) আমেরিকা
17. ভারতের কোন অঙ্গ রাজ্যের মাথা পিছু আয় সবচেয়ে বেশি?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মধ্যপ্রদেশ
(গ) পাঞ্জাব
(ঘ) অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ- (গ) পাঞ্জাব
18. বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী মাথা পিছু আয় সব চেয়ে বেশি কোন দেশের মানুষের?
(ক) ব্রিটেন
(খ) আমেরিকা
(গ) চিন
(ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ- (ঘ) সুইজারল্যান্ড
19. কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরোধ কোন সংস্থা প্রধানত সমাধান করে?
(ক) রাষ্ট্রপতি
(খ) ফিনান্স কমিশন
(গ) অর্থমন্ত্রী
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তরঃ- (খ) ফিনান্স কমিশন
20. ভারত কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?
(ক) আমেরিকায়
(খ) বাংলাদেশে
(গ) চিনে
(ঘ) সুইজারল্যান্ডে
উত্তরঃ- (ক) আমেরিকায়
50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)
21. কয়টি ভাষায় ‘দশ টাকা’ কথাটি লেখা থাকেএকটি দশ টাকার নোটে?
(ক) ১১টি
(খ) ১৬টি
(গ) ১৫টি
(ঘ) ১৮টি
উত্তরঃ- (গ) ১৫টি
22. কোথা থেকে ভারতে কারেন্সি নোট ছাপানো ও সরবরাহ হয়?
(ক) রিজার্ভ ব্যাংক অব্ ইন্ডিয়া, নিউদিল্লি
(খ) সিকিউরিটি প্রেস, মুম্বাই
(গ) সিকিউরিটি প্রেস, নোয়ডা
(ঘ) সিকিউরিটি প্রেস, নাসিক
উত্তরঃ- (ঘ) সিকিউরিটি প্রেস, নাসিক
23. টাকার অবমূল্যায়ন বলতে কী বোঝায়?
(ক) কোনো মুদ্রার মূল্য হ্রাস বিদেশি মুদ্রার চেয়ে
(খ) বিদেশি মুদ্রার চেয়ে টাকার মূল্য বৃদ্ধি
(গ) অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম কমে যাওয়া
(ঘ) টাকার স্বর্ণে রূপান্তর
উত্তরঃ- (ক) কোনো মুদ্রার মূল্য হ্রাস বিদেশি মুদ্রার চেয়ে
24.সেই প্রক্রিয়াকে কি বলে যখন বৈদেসিক মুদ্রা দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় ?
(ক) বিনিময়
(খ) নরম ঋণ
(গ) কঠিন ঋণ
(ঘ) অদৃশ্য ঋণ
উত্তরঃ- (খ) নরম ঋণ
25. প্রথম এক পয়সার মুদ্রা চালু হয়েছিল কবেদশমিক পদ্ধতি অনুসারে?
(ক) মার্চ, ১৯৬২
(খ) জুলাই, ১৯৬২
(গ) মার্চ, ১৯৬৫
(ঘ) এপ্রিল, ১৯৬৭
উত্তরঃ- (ক) মার্চ, ১৯৬২
26. 'ভারতের পরিকল্পনা কমিশন’ কবে গঠিত হয়েছিল?
(ক) মার্চ, ১৯৪৮
(খ) এপ্রিল, ১৯৫৪
(গ) মার্চ, ১৯৫২
(ঘ) মার্চ, ১৯৫০
উত্তরঃ- (ঘ) মার্চ, ১৯৫০
27. ‘জনগণের পরিকল্পনা’ বলা হয় কোন পরিকল্পনাকে?
(ক) তৃতীয়
(খ) পঞ্চম
(গ) চতুর্থ
(ঘ) প্রথম
উত্তরঃ- (খ) পঞ্চম
28. ইউরোপের বাজারে সদস্য দেশগুলির মধ্যে প্রচলিত সাধারণ মুদ্রাটির নাম
(ক) ডলার
(খ) ফ্রাঙ্ক
(গ) পাউন্ড
(ঘ) ইউরো ডলার
উত্তরঃ- (ঘ) ইউরো ডলার
29. কত খ্রিস্টাব্দে কাগজের নোট প্রচলনের একমাত্র অধিকার নিজের হাতে তুলে নেয় ভারতে ইংরেজ সরকার ?
(ক) ১৮৫৮ সালে
(খ) ১৮৬২ সালে
(গ) ১৮৬১ সালে
(ঘ) ১৮৬৫ সালে
উত্তরঃ- (গ) ১৮৬১ সালে
30. ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে নীচের কোন্ বস্তু রপ্তানি করে ?
(ক) রাসায়নিক দ্রব্য
(খ) হস্ত শিল্প
(গ) কার্পাসজাত দ্রব্য
(ঘ) চর্মজাত শিল্প
উত্তরঃ- (খ) হস্ত শিল্প
50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)
31. কবে ভারতে প্রথম ১৪টি বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল?
(ক) ১৯৬৯ সালে
(খ) ১৯৭৬ সালে
(গ) ১৯৭১ সালে
(ঘ) ১৯৭৯ সালে
উত্তরঃ- (ক) ১৯৬৯ সালে
32. ১৪টি ব্যাংক ছাড়া আরো কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল কোন্ বৎসর প্রথম পর্যায়ের ?
(ক) ১৯৭৬
(খ) ১৯৮০
(গ) ১৯৭৮
(ঘ) ১৯৮৬
উত্তরঃ- (খ) ১৯৮০
33. রিজার্ভ ব্যাংক কোন্ সালে স্থাপিত হয়?
(ক) ১৯১৯ সালে
(খ) ১৯৪৭ সালে
(গ) ১৯৩৫ সালে
(ঘ) ১৯৫০ সালে
উত্তরঃ- (গ) ১৯৩৫ সালে
34.রিজার্ভ ব্যাংক জাতীয় করণ করা হয়
(ক) আগস্ট, ১৯৪৮
(খ) আগস্ট, ১৯৪৭
(গ) মার্চ, ১৯৫০
(ঘ) জানুয়ারী ১৯৪৯
উত্তরঃ- (ঘ) জানুয়ারী ১৯৪৯
35. কোন মন্ত্রক প্রকাশ করে এক টাকা ও তার নীচে কাগজের নোট ও
মুদ্রা
(ক) অর্থমন্ত্রক
(খ) যোজনা মন্ত্রক
(গ) রাষ্ট্রপতি
(ঘ) রিজার্ভ ব্যাংক অব্ ইন্ডিয়া
উত্তরঃ- (ক) অর্থমন্ত্রক
36. কে প্রকাশ করে এক টাকার ওপরে কাগজের নোট ও মুদ্রা
(ক) অর্থমন্ত্রক
(খ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
(গ) যোজনা মন্ত্রক
(ঘ) স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
উত্তরঃ- (ক) অর্থমন্ত্রক
37.অন্যান্য ব্যাংকের নিকাশঘর রূপে কোন্ ব্যাংক কাজ করে?
(ক) রিজার্ভ ব্যাংক
(খ) সমবায় ব্যাংক
(গ) স্টেট ব্যাংক
(ঘ) গ্রামীণ ব্যাংক
উত্তরঃ- (ক) রিজার্ভ ব্যাংক
38. ভারতে অর্থনৈতিক পরিকল্পনা ব্যবস্থা কোন্ দেশের পরিকল্পনা ব্যবস্থার অনুসারে চালু করা হয়েছিল?
(ক) ব্রিটেন
(খ) রাশিয়া
(গ) আমেরিকা
(ঘ) আয়ারল্যান্ড
উত্তরঃ- (খ) রাশিয়া
39. ‘ভারতের পরিকল্পনা কমিশন' গঠিত হয়েছিল—
(ক) মার্চ, ১৯৪৮
(খ) মার্চ, ১৯৫২
(গ) মার্চ, ১৯৫০
(ঘ) এপ্রিল, ১৯৫৪
উত্তরঃ- (গ) মার্চ, ১৯৫০
40. যোজনা কমিশনের পরিবর্তে 'নীতি আয়োগ’ কবে গঠিত হয়?
(ক) ২০১২ সালে
(খ) ২০১৪ সালে
(গ) ২০১৩ সালে
(ঘ) ২০১৫ সালে
উত্তরঃ- (খ) ২০১৪ সালে
50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)
41. অর্থনীতির উপর ঘাটতি বাজেট কী প্রভাব ফেলে?
(ক) তেজি
(খ) মুদ্রা সংকোচন
(গ) মুদ্রাস্ফীতি
(ঘ) মন্দা
উত্তরঃ- (গ) মুদ্রাস্ফীতি
42.রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) কলকাতা
(খ) মুম্বই
(গ) দিল্লি
(ঘ) বেঙ্গালুরু
উত্তরঃ- (খ) মুম্বই
43.রিজার্ভ ব্যাংকের গভর্নরকে কে নিযুক্ত করেন?
(ক) ভারতের রাষ্ট্রপতি
(খ) ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী
(গ) ভারতের প্রধানমন্ত্রী
(ঘ) ইউ.পি.এস.সি
উত্তরঃ- (ক) ভারতের রাষ্ট্রপতি
44. ভারতে সব থেকে বেশি শাখা যে ব্যাঙ্কের আছে তাঁর নাম কি?
(ক) রিজার্ভ ব্যাংক
(খ) ইউনাইটেড ব্যাংক
(গ) স্টেট ব্যাংক
(ঘ) সেন্ট্রাল ব্যাংক
উত্তরঃ- (গ) স্টেট ব্যাংক
45. এখনও পর্যন্ত জাতীয়করণের আওতায় এসেছে মোট কয়টি ব্যাংক?
(ক) ১৮টি
(খ) ২২টি
(গ) ১৭টি
(ঘ) ২০টি
উত্তরঃ- (গ) ১৭টি
46. ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া' কবে স্থাপিত হয়?
(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৬১ সালে
(গ) ১৯৫৫ সালে
(ঘ) ১৯৬৫ সালে
উত্তরঃ- (গ) ১৯৫৫ সালে
47. স্বাধীনতার পর ‘দি ইম্পিরিয়াল ব্যাংক এর নতুন নামকরণ হয় তাঁর নাম কি?
(ক) রিজার্ভ ব্যাংক অব্ ইন্ডিয়া
(খ) স্টেট ব্যাংক অব্ ইন্ডিয়া
(গ) ব্যাংক অফ ইন্ডিয়া
(ঘ) ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক
উত্তরঃ- (খ) স্টেট ব্যাংক অব্ ইন্ডিয়া
48. ভারতে আয়কর সংগ্রহ করার অধিকার কোন সরকারের?
(ক) কেন্দ্রীয় সরকারের
(খ) কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে
(গ) রাজ্য সরকারের
(ঘ) বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের
উত্তরঃ- (ক) কেন্দ্রীয় সরকারের
49. কোন্ ভাইসরয়ের আমলে বাজেট প্রথার হয়েছিল?
(ক) রিপন
(খ) এলগিন
(গ) ক্যানিং
(ঘ) ডালহৌসি
উত্তরঃ- (গ) ক্যানিং
50. ভারতের সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল যে কমিটি তাঁর নাম কি?
(ক) স্বামীনাথন কমিটি
(খ) নরসিংহম কমিটি
(গ) ভগবতী কমিটি
(ঘ) ওয়াংচু কমিটি
উত্তরঃ- (ঘ) ওয়াংচু কমিটি
50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)
51. চেন্নাইয়া কমিটি কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল?
(ক) করকাঠামো সংস্কার
(খ) মুদ্রা ব্যবস্থার সংস্কার
(গ) ব্যাংকিং ক্ষেত্রে উন্নতি
(ঘ) বিমা ক্ষেত্রে উন্নতি
উত্তরঃ- (ক) করকাঠামো সংস্কার
52.নরসিমূহাম কমিটি’ কোন্ ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয়?
(ক) বিমা ক্ষেত্র
(খ) ব্যাঙ্কিং ক্ষেত্র
(গ) কৃষি ক্ষেত্ৰ
(ঘ) বিদ্যুৎ ক্ষেত্র
উত্তরঃ- (খ) ব্যাঙ্কিং ক্ষেত্র
53. কত সালে কয়লাখনির জাতীয়করণ করা হয়?
(ক) জানুয়ারি, ১৯৬৫
(খ) জানুয়ারি, ১৯৭৮
(গ) জানুয়ারি, ১৯৭৩
(ঘ) জানুয়ারি, ১৯৮০
উত্তরঃ- (গ) জানুয়ারি, ১৯৭৩
54. স্থাপিত হয়েছিল কবে ‘কোল ইন্ডিয়া লিমিটেড' —
(ক) ১৯৭৫ সালে
(খ) ১৯৭৪ সালে
(গ) ১৯৭৬ সালে
(ঘ) ১৯৭৭ সালে
উত্তরঃ- (ক) ১৯৭৫ সালে
55.কবে ভারতের উন্নয়ন ব্যাংকের (IDBI) সৃষ্টি হয়?
(ক) ১৯৬১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে
56. কবে ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক স্বশাসিত সংস্থায় রূপান্তরিত হয়?
(ক) ১৯৭৪ সালে
(খ) ১৯৭৭ সালে
(গ) ১৯৭৬ সালে
(ঘ) ১৯৭৯ সালে
উত্তরঃ- (গ) ১৯৭৬ সালে
57.ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল—
(ক) ১ জানুয়ারি, ১৯৪৮
(খ) ১ মার্চ, ১৯৪৬
(গ) ১৫ আগস্ট, ১৯৪৯
(ঘ) ১৬ এপ্রিল, ১৯৪৭
উত্তরঃ- (খ) ১ মার্চ, ১৯৪৬
58. I.M.F-এর হিসাবপত্র কোন্ মুদ্রায় প্রকাশ করা হয়?
(ক) S.D.R-এ
(খ) স্বর্ণমুদ্রায়
(গ) ডিবেঞ্চার-এ
(ঘ) সেভিং সার্টিফিকেট-এ
উত্তরঃ- (ক) S.D.R-এ
59. কোন্ প্রধানমন্ত্রীরর আমলে ভারতে মোট ২০টি বেসরকারি ব্যাংক দু'দফায় জাতীয়করণ করা হয়েছিল?
(ক) জওহরলাল নেহরু
(খ) মোরারজি দেশাই
(গ) ইন্দিরা গান্ধি
(ঘ) রাজিব গান্ধি
উত্তরঃ- (গ) ইন্দিরা গান্ধি
60. ভারতে আয়কর কত সালে প্রথম প্রবর্তিত হয়?
(ক) ১৯৩৫ সালে
(খ) ১৮৬০ সালে
(গ) ১৮৫২ সালে
(ঘ) ১৮৬২ সালে
উত্তরঃ- (খ) ১৮৬০ সালে
50+ Indian Economics MCQ Questions In Bengali(ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর MCQ)
61.কোন্ সালে FERA আইন চালু হয়?
(ক) ১৯৭৩ সালে
(খ) ১৯৭৮ সালে
(গ) ১৯৭৫ সালে
(ঘ) ১৯৮৩ সালে
উত্তরঃ- (ক) ১৯৭৩ সালে
62.পি. এন. ৪৮০ কী?
(ক) এক ধরনের বৈদেশিক সাহায্য
(খ) ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভিত্তি
(গ) এক প্রকার কৃষক ঋণ
(ঘ) এক প্রকার আইনের ধারা
উত্তরঃ- (ক) এক ধরনের বৈদেশিক সাহায্য
63.PL-480 Agreement কবে চালু হয়?
(ক) ১৯৫২ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯৫৪ সালে
(ঘ) ১৯৬৩ সালে
উত্তরঃ- (খ) ১৯৫৬ সালে