Ads Area

Kolkata Police New Vacancy 2022 and New Important Rules(কলকাতা পুলিশ নতুন ভ্যাকান্সি ২০২২ এবং গুরুত্বপূর্ণ নিয়ম)

 Kolkata Police New Vacancy 2022 and New Important Rules

অনেক প্রচেষ্টার পর বা দীর্ঘ সময় এর পর Kolkata Police New Vacancy 2022 ২৬/০৫/২০২২ তারিখে নোটিস প্রকাশিত করল West bengal Police Board। অনেকদিন ধরে বহুসংখ্যক student কলকাতা পুলিশ(Kolkata Police)  নোটিস এর অপেক্ষা করছিল। বিশেষকরে জাদের West Bengal Police পরীক্ষা থেকে বাদ পরে গিয়েছিল। এর form fill up ২৯/০৫/২০২২ তারিখ থেকে আরাম্ভ হবে।  আজ আমি তমাদের সাথে এই বিষয়ে সমস্ত কিছু আলোচনা করব, যেটা তমাদের form fill up এ সমস্যা যাতে না হয়। 

Kolkata Police New Vacancy 2022 and New Important Rules(কলকাতা পুলিশ নতুন ভ্যাকান্সি ২০২২ এবং গুরুত্বপূর্ণ নিয়ম)

পোস্ট এর নামঃ- Constables & Lady Constables in Kolkata Police.

বেতন কতঃ- কলকাতা পুলিশ এর নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

Kolkata Police' Vacancies (কলকাতা পুলিশএর আসন সংখ্যা):- কলকাতা পুলিশ এর আসন সংখ্যা নিম্নে প্রদান করা হল।

Kolkata Police New Vacancy 2022 and New Important Rules(কলকাতা পুলিশ নতুন ভ্যাকান্সি ২০২২ এবং গুরুত্বপূর্ণ নিয়ম)

Eligibility for Kolkata Police(যোগ্যতা):- কলকাতা পুলিশ(Kolkata Police) আবেদনের জন্য যে যে যোগ্যতা লাগবে তা নিম্নে আলছনা করা হল-
  • ভারতীয় নাগরিক হতে হবে।
  • বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে, ০১/০১/২০২২ অনুযায়ী।  
  •  তফসিলভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা ছারযোগ্য। তফসিলিজাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী সরকারের বিদ্যমান নিয়ম আদেশ অনুযায়ী। উচ্চতর বর্তমান সরকারী নিয়ম অনুযায়ী হোম গার্ড কর্মীদের জন্য বয়সসীমাও ছারযোগ্য। কিন্তু, বয়সশিথিলতা সিভিক ভলান্টিয়ারদের জন্য উপলব্ধ নয়।
  • বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। 
লক্ষ্য করার বিষয়ঃ- 
  • মাধ্যমিকের সার্টিফিকেট  লেখা  জন্ম তারিখ বা সমমানের প্রবেশপত্র/সনদপত্র শুধুমাত্র হবে
বয়স যাচাইয়ের জন্য বৈধ প্রমাণ হিসাবে গৃহীত।
  • ওবিসি-A বা ওবিসি-B ক্যাটাগরির একজন প্রার্থীকে যদি interview এর জন্য ডাক পায়, তাহলে তাকে renewal cast certificate দেখাতে হবে। 
Education Qualification(শিখাগত যোগ্যতা):- পশ্চিম বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা 

তার  সমতুল্য মাধমিক পাস করলে হবে।

আবেদন দেতঃ- Form Fill Up শুরু হবে ২৯/০৫/২০২২ তারিখ থেকে ২৭/০৬/২০২২ তারিখ পর্যন্ত।

 কলকাতা পুলিশ(Kolkata Police) আবেদন পদ্ধতিঃ- Google এ সার্চ করবে WBP এবং প্রথম লিঙ্ক এ ক্লিক করবে। তারপর Requirement----Requirement to the post of constable and lady constable in kolkata police------>Fill up Application Form Online. 

আবেদনকারীরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে তাদের আবেদন জমা দিতে পারবে(https://prb.wb.gov.in); পশ্চিমবঙ্গ পুলিশ (wbpolice.gov.in) বা কলকাতা পুলিশ (kolkatapolice.gov.in)।


গুরুত্বপূর্ণ বিসয়ঃ-- 

স্বাক্ষর ফাইলের আকার 5 KB - 20 KB এর মধ্যে হতে হবে৷ এর জন্য চিত্র মাত্রা
ফটোগ্রাফ এবং স্বাক্ষর হওয়া উচিত  177 P X H X 138 P X W (4.5 CM HEIGHT X 3.5 CM WIDTH) AND 63 PX H X 350 PX W (1.7 CM HEIGHT X 9.2 CM WIDTH) 
  • আবেদনকারীদের তাদের সাম্প্রতিক পাসপোর্ট আকারের পাসপোর্ট ও Signature (৩ মাস এর বেশি পুরানো নয়/ সাদা Background) আপলোড করতে হবে JPG Format।
  • অবশ্যই 10 KB - 50 KB এর মধ্যে হতে হবে ।
  • প্রার্থীর ফটোগ্রাফটি নিম্নলিখিত প্রাথমিক প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে:
  •  সাম্প্রতিক ছবি (৩ মাসের বেশি পুরানো নয়) সামনের দিকে তাকিয়ে আছে সরাসরি ক্যামেরার মধ্যে।
  •  অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে।
  •  মুখ ঢেকে রাখা চলবেনা।
  •  বাঁকা তাকান চলবেনা ।
  • মাথা ধাকা দেওয়া চলবেনা।
  • চোখে কিছু পরা যাবেনা। যেমন- সানগ্লাস, টিন্টেড গ্লাস, গ্লাস ফ্রেমইত্যাদি। 
  • কোনো 'লাল চোখ' ছাড়া এবং ছবিতে কোনো ছায়া যেন না পরে।
  • একটি সাধারণ অভিব্যক্তি সহ(কোনোকিছু এক্সপ্রেসন ছাড়া)।




Application Fees:- Application Fees এর লিস্ট নিম্নে দেওয়া হল-


Kolkata Police Requirement Process:- Kolkata Police(কলকাতা পুলিশ) ৬ টি পদ্ধতিতে নিয়োগ করা হবে। Preliminary Written Test, PHYSICAL MEASUREMENT TEST (PMT)/PHYSICAL EFFICIENCY TEST (PET), FINAL WRITTEN EXAMINATION, INTERVIEW, VERIFICATION OF CHARACTER AND ANTECEDENTS, MEDICAL EXAMINATION

 Kolkata Police Preliminary Exam:- Kolkata Police এর পরীক্ষা টোটাল ১০০ নাম্বার এর হবে। নেগেটিভ মারকিং থাকবে একটি প্রস্ন ভুল করলে   .২৫ নাম্বার কাতবে। এর সিলেবাস নিচে দেওয়া হল- 

বিষয়  নাম্বার 
General Awareness and General Knowledge40 Marks
Elementary Mathematics (Madhyamik standard)30 Marks
Reasoning30 Marks

PHYSICAL MEASUREMENT TEST (PMT)/ PHYSICAL EFFICIENCY TEST (PET) :- এর পর যারা Preliminary Written Test এ পাস করবে তাদের PMT and PET এর জন্য ডাকবে। ওখানে কি কি measurement করবে তার লিস্ট নিচে দেওয়া হল-

PHYSICAL MEASUREMENT TEST (PMT)

PHYSICAL EFFICIENCY TEST (PET)

Kolkata Police  FINAL WRITTEN EXAMINATION : -যারা PMT and PET পাস করবে তাদের  FINAL WRITTEN EXAMINATION হবে। যেখানে থাকবে ৮৫ নাম্বার। নেগেটিভ মার্কস থাকবে। একটি প্রস্ন বুল করলে .২৫ নাম্বার কাতবে। এর সিলেবাস নিচে দেওয়া হয়েছে- 

বিষয় নাম্বার 
General Awareness and General Knowledge 25 Marks
English10 Marks
Elementary Mathematics (Madhyamik standard)25 Marks
Reasoning and Logical Analysis 25 Marks

INTERVIEW : - FINAL WRITTEN EXAMINATION এর পর যারা পাস করবে তাদের Interview এর জন্য দাকা হবে। ১৫ নাম্বার এর Interview হবে। Interview এবং FINAL WRITTEN EXAMINATION এর নাম্বার যোগ করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। Kolkata Police বা West Bengal Police এর দ্বারা একটি  Cut Off প্রকাশ করা হবে। পাস করলে Document verification এবং Medical Test।

Important Links:-


Modification Link/Editing Window:- Click Here


Post a Comment

0 Comments

Ads Area