Indian Post Office MTS and Postman New Requirement 2022
Indian Post Office এর তরফ থেকে Indian Post এ বিভিন্ন পদে চাকরির 5000 শূন্য পদ বের করেছে। জার মধ্যে আছে Postman, Mail Guard, MTS and Assistant Group C। ভারতের সমস্ত প্রান্তের ছাত্র ছাত্রীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। মাধ্যমিক এর ক্ষেত্রে Rs- 21700-69100 এবং বাকিদের ক্ষেত্রে Rs-25500- 81100 টাকা (as per 7 CPC)। এই পোস্ট সমস্ত কিছু তথ্য নিচে দেওয়া হল-
Indian Post Vacancies and Post:-
Indian Post Office এর জন্য প্রায় ৫০০০+ ভাকান্সি বা পোস্ট আছে।
The Post Name of Indian Post(পোস্টের নাম):-
- MTS (Multi Tasking Staff) (10th Pass)
- Assistant (12th Pass)
- Mail Guard (10th Pass)
- Postman (12th Pass)
Indian Post Eligibility(যোগ্যতা):-
Education Qualification of Indian Post(শিক্ষাগত যোগ্যতা):-
- নোটিফিকেশন যেসব পোস্ট দেওয়া আছে সেটা অনুযায়ী Central Board অথবা State Board থেকে Candidate কে 10th (মাধ্যমিক) পাস এবং 12th (Higher Secondary) পাস হতে হবে।
Age Limit of Indian Post(বয়সসীমা):-
- বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে ০১/০১/২০২২ অনুযায়ী।
- ST/SC বয়সে ৫ বছর এবং OBC ৩ বছর ছাড় পাবে।
Pay Scale of Indian Post(বেতন) :-
- মাধ্যমিক পাসের ক্ষেত্রে Rs- 21700-69100 ।
- H.S পাসের ক্ষেত্রে Rs-25500- 81100 টাকা ।
Selection Process of Indian Post(ভরতির প্রক্রিয়া) :-
- Merit List.
- Documentation.
Application Fees of Indian Post:-
- ST/SC/PH:- কোনো টাকা লাগবে না।
- General/OBC/EWS:- এদের ১০০ টাকা লাগবে।
Who Can Apply(কারা আবেদন করতে পারবে):-
- ভারতের সমস্ত Male and Female Candidate এই পদগুলির জন্য আবেদন করতে পারবে।
How to Apply(কিভাবে আবেদন করবেন):-
- প্রথমে আপনাদের official website www.indiapostgdsonline.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সেখানে নিজের রেজিস্ট্রেশন id Password দিয়ে login করে অনলাইন আবেদন করতে হবে।
Application Method:-
- Online এর মাধ্যমে আবেদন করতে হবে।
Online Application Date(আবেদনের তারিখ):-
- ২০২২ এর July মাসে আবেদন শুরু হবে।
- আবেদনের শেষ তারিখ August ২০২২।
Important Application Form:-
- Click To Apply