Ads Area

Online Application Bhabha Atomic Research Centre Recruitment 2022||10th Pass Job

Hello Friends, www.ajker-gk.online official website এ আপনাদের স্বাগত। আপনি কি কোনো চাকরির খোঁজ করছেন? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আজ আমি আপনাদের সাথে একটি সরকারী চাকরির খবর দিতে চলেছি। সম্প্রতি Nuclear Research Board একটি নোটিশ জারি করেছে, যেখানে বলেছে Bhabaha Atomic Research Centre  অনেকগুলি পার্থী নিয়োগ করা হবে। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে। যেসব পার্থীরা এই পদের জন্য যোগ্য তারা অবশ্যয় তাড়াতাড়ি ফর্মটিকে ফিল আপ করে নেবেন অনলাইন এর মাধ্যমে। এর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। 

Online Application Bhabha Atomic Research Centre Recruitment 2022||10th Pass Job

Online Application Bhabha Atomic Research Centre Recruitment 2022||10th Pass Job

Advertisement No:- 

  • 02/2022(NRB)

Application Method:-

  • Online এর মাধ্যমে আবেদন করতে হবে।

Online Application Starting Date:-

  • ফর্ম ফিল আপ শুরু হবে 01/07/2022 তারিখ থেকে। 

Online Application Closing Date:-

  • ফর্ম ফিল আপ এর শেষ তারিখ  31/07/2022 পর্যন্ত।

STENOGRAPHER (GRADE III) GROUP- C NON GAZETTED 


Post Name STENOGRAPHER
Number of Vacancy 6 (UR 03, OBC 01, SC 01, ST 01
Qualification (a) 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করতে হবে।
(b) English Stenography তে 80wpm এর দক্ষতা থাকতে হবে।
(c) English typing এ 30 wpm তলার দক্ষতা থাকতে হবে।
Age Limit বয়স থাকতে হবে 18-27 বছরের মধ্যে। OBC দের 3 বছর, SC/ST- 5 বছরের ছাড় পাবে।
Pay Scale Rs 25500(Level 4)
Selection Method Level 1:- Objective Test(GK, Math, Reasoning, English) Level 2:- Skill Test

DRIVER (ORDINARY GRADE) - Group” C” Non-Gazetted


Post Name DRIVER (ORDINERY GRADE)
Number of Vacancy 11 (UR 04, EWS 01, OBC 02, SC 02, ST 02
Qualification (a) মাধ্যমিক পাস করতে হবে।
(b) Light Vehicles এ 3 বছরের এবং Heavy Vehicles এ 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(c) মোটর মেকানিজম এবং যানবাহনের ছোটখাটো ভুল ঠিক জানা থাকতে হবে।
Age Limit বয়স থাকতে হবে 18-27 বছরের মধ্যে। OBC দের 3 বছর, SC/ST- 5 বছরের ছাড় পাবে।
Pay Scale Rs 19900 (Level 2)
Selection Method Level 1:- Objective Test(GK, Math, Motor Vehicles, English) Level 2:- Driving Test

WORK ASSISTANT-A - Group” C” Non-Gazetted (Auxiliary)

Post Name
WORK ASSISTANT-A
Number of Vacancy 72 (UR 20, EWS 03, OBC 15, SC 15, ST 12, PwBD 07
Qualification (a) মাধ্যমিক পাস করতে হবে।
Age Limit বয়স থাকতে হবে 18-27 বছরের মধ্যে। OBC দের 3 বছর, SC/ST- 5 বছরের ছাড় পাবে।
Pay Scale Rs 18000 (Level 1)
Selection Method Level 1:- Preliminary Test এক ঘণ্টার 50টি multiple choice প্রশ্ন যার মধ্যে রয়েছে গণিত (20), বিজ্ঞান (20) এবং General Awareness (10)।

Application Fees:-

  • UR/OBC/EWS এর ক্ষেত্রে 100 টাকা। 
  • ST/SC/PH এর ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। 

How to Apply:-

  • যারা এই পদের জন্য যোগ্য লাস্ট ডেট এর আগে অনলাইন এ আবেদন করবেন। 
  • ফর্ম ফিল আপ এর পর প্রিন্ট করে নেবেন।

Who Can Apply:-

  • Male এবং Female উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

Important Links:-


Name Links
Online Application Click Here
Download Notification Click Here

Post a Comment

0 Comments

Ads Area