Ads Area

Indian Overseas Bank Recruitment 2022||20 Security Guard Online Application

 Indian Overseas Bank Recruitment 2022||20 Security Guard Online Application

Indian Overseas Bank Recruitment 2022||20 Security Guard Online Application

Indian Overseas Bank Recruitment 2022||20 Security Guard Online Application

Hello friends, আজ আমি আপনাদের  সাথে একটি নতুন জবের কথা শেয়ার করছি। সম্প্রতি Indian Overseas Bank Recruitment একটি নোটিশ জারি করেছে। যেখানে বলেছেন যে, ওনারা  20 Security Guard কে নিয়োগ করবেন। এই Indian Overseas Bank Recruitment ফর্মটি অনলাইন আবেদন করা হবে। যারা এই Indian Overseas Bank Recruitment পদের জন্য আবেদন করেতে ইচ্ছুক, ওনারা যেন 15/06/2022 তারিখের মধ্যে ফর্মটি অনলাইন এর মাধ্যমে ফিল আপ করে দেন। 

পোস্টের নামঃ- 

  • পোস্টের নাম Security Guard।

টোটাল ভ্যাকেন্সিঃ-

  • Indian Overseas Bank Recruitment এর Security Guard এর জন্য 20টি ভ্যাকেন্সি আছে।  

শিক্ষাগত যোগ্যতাঃ-

  • 10th পাস Student রা  এই পদের জন্য আবেদন করতে পারবেন। 
  • লোকাল ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।

বয়স সময়সীমাঃ-

  • পার্থীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে।

বেতনঃ-

  • বেতন থাকবে Rs. 14500-28145 টাকা।

কিভাবে আবেদন করবেনঃ-

  • শিক্ষাগত যোগ্যতা অনুসারে যারা এই পদের জন্য যোগ্য তারাই আবেদন করতে পারবেন।
  • যারা আবেদন করতে ইচ্ছুক তারা official website এ গিয়ে আবেদন করতে পারবেন।
  • ফর্ম ফিল আপ করার পর এর প্রিন্ট আউট করে নেবেন।

সিলেকশন প্রসেসঃ-

  • প্রথমে অবজেক্ট টাইপ অনলাইন টেস্ট তারপর ফিসিক্যাল ফিটনেস টেস্ট।

লক্ষ্য করার বিসয়ঃ-

  • ইনকমপ্লিট ফর্ম গ্রহণ করা হবে না ।
  • বয়সের ছাড় থাকবে সরকারী নিয়মানুসারে।
  • যারা শিফট বেসিস(24*7*365) কাজ করতে ইচ্ছুক তারায় এই পদের জন্য আবেদন করবেন।

লাস্ট ডেটঃ- 

  • 15/06/2022 তারিখে ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট।

Important Links:-

Tags

Post a Comment

0 Comments

Ads Area