Online Part Time work From Home Job for Student & Freshers||Freelancing Jobs||Earn Online
Hello friends, আজ আমি আপনাদের সাথে একটি Online Part Time Work From Job এর কথা শেয়ার করতে চলেছি। আপনি যদি সত্যি Online Part Time Work From Job করতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য। এখানে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে ঘরে বসে Online Part Time Work From Job করতে পারবেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আপনাকে কিছু নিয়োম মানতে হবে। আপনি যদি এই পদের জন্য যোগ্য হন তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে Online Part Time Work From Job এর জন্য আবেদন করবেন নিচে এর ব্যাপারে সমস্ত কিছু বলা হয়েছে।
কাজের সম্বন্ধেঃ-
- আপনি যে কাজে দক্ষ সেই হিসাবে আপনাকে কাজ দেওয়া হবে।
পোস্টের নামঃ-
- টাইপিং জব( মোবাইল বা কম্পিউটার যে কোনো থাকলেই হবে) ।
বয়সসীমাঃ-
- এই পদের জন্য কোনো বয়সসীমা নেই।
শিক্ষাগত জজ্ঞতাঃ-
- নোটিফিকেশন এর পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে।
- মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে 10th পাস।
- ফ্রেসাররা অ্যাপ্লাই করতে পারবে।
জব লোকেশনঃ-
- All over India.
বেতনঃ-
- ২০০০ টাকা পার ডে ।
সিলেকশন প্রসেসঃ-
- ডাইরেক্ট নেওয়া হবে।
রেজিস্ট্রেশন ফিসঃ-
- কোনো ফিস লাগবে না ।
কিভাবে আবেদন করবেনঃ-
- অনলাইন আবেদন করতে হবে।
- শুধুমাত্র অফিসিয়াল ওয়েব সাইট থেকে আবেদন করতে হবে, তবে আপনি টাকা উপার্জন করতে পারবেন।
- অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সেখানে লগইন হতে হবে।
কারা আবেদন করতে পারবেনঃ-
- ছেলে ও মেয়ে উভয়েই Part Time Work From Job পদের জন্য আবেদন করতে পারবেন।
Important Links:-
- Online Apply:- Click Here