WBHRB Recruitment 2022||Online Application||165 Vacancy
আপনি কি কোনো চাকরির খোঁজ করছেন? তাহলে আপনি ঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। সম্প্রতি West Bengal Health Recruitment Board একটি নোটিশ জারি করেছে, যেখানে বলা হয়েছে WBHRB Recruitment 2022 এ 165 টি Warden Male and Female নিয়োগ করা হবে। যার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তাহলে নিচে দেওয়া সমস্ত তথ্য ভালো করে পড়ে নেবেন।
Post Name:-
- Recruitment for Warden(for Collage of Nursing and Nursing Training School)
Advertise No:-
- R/Warden/36/2022
Application Process:-
- Online এর মাধ্যমে আপ্লিকেশন করতে হবে।
Job Location:-
- Job Posting West Bengal এ হবে।
Total Vacancy:-
- 165 Vacancies।
Pay Scale:-
- Rs. 5400-25200 টাকা প্রতি মাস।
- Grade Pay Rs. 2600/-
Education Qualification:-
- মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন।
Age Limit:-
- পার্থীর বয়স হতে হবে 1st January 1982 থেকে 1st January 2004 তারিখ পর্যন্ত।
- ST/SC/PWD এর ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে।
- OBC এর ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকবে।
- UR এর ক্ষেত্রে কোনো ছাড় থাকবে না।
Application Fees:-
- UR/OBC এর ক্ষেত্রে RS. 160 টাকা লাগবে।
- SC/ST/PWD এর ক্ষেত্রে কোনো টাকা লাগবে না।
Selection Process:-
- Written Exam
- Interview
Application Start Date:-
- 17th June 2022
Application End Date:-
- 30th June 2022
How to Apply Warden Male and Female WBHRB Recruitment 2022:-
- প্রথমে নিচে দেওয়া Official Notice টি Download করে নেবেন এবং ভালভাবে পড়ে নেবেন।
- নিচে দেওয়া Apply Online এ Click করে প্রথমে Registration করে নেবেন এবং ভালভাবে ফর্মটিকে ফিল আপ করবেন। তারপর ফিস জমা দেবেন।
- ফর্ম ফিল আপ করার পর প্রিন্ট আউট অবশ্যয় করে নেবেন।
Important Links:-
Name | Links |
---|---|
Online Application | Click Here |
Official Website | Click Here |
Download Notification | Click Here |